ভিপি নুরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক :  গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে।

 

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে নুরকে কেবিনে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য জানিয়েছেন। এর আগে নুরুল হক নুরকে তিনদিন আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

 

চিকিৎসকদের বরাত দিয়ে আবু হানিফ আরও বলেন, নুরুল হক নুরের অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো আশঙ্কামুক্ত নয়, বরং উন্নত চিকিৎসা না হলে সামনে বড় ধরনের ঝুঁকি রয়েছে। মাথা ও মুখে মারাত্মক আঘাতের পরও বয়সের কারণে বডি সাময়িক স্থিতিশীল হলেও ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। সাধারণত এসব ঘটনার দীর্ঘস্থায়ী প্রভাব থাকে। TSAH (Traumatic Subarachnoid Haemorrahage) আঘাতের পর ব্রেনে এই অসুখের দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে থাকে; নানা রকম স্নায়বিক অসুবিধা (neurological deficit) ছাড়াও কথা বলতে এবং ভারসাম্য ঠিক রাখতে সমস্যা, মনে রাখার সমস্যা (Alzheimers’s) এ ধরনের নানান সমস্যা হতে পারে। যেহেতু মাথায় ফ্রাকচার আছে তাতে করে Further Complication হয়ে Infection (Meniningitis) হওয়াটাও অবাস্তব নয়। তাই এসব চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার পাশাপাশি ক্লোজ অবজারভেশন এবং ফারদার ফলোআপ জরুরি।

 

তিনি বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে এবং ২০১৯ সালে ডাকসু ভবনের হামলায়ও গুরুতর আহত হন। তাই বর্তমান অসুস্থতায় নুরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়াটা জরুরি বলে মনে করছেন তার দীর্ঘদিনের ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।

 

প্রসঙ্গত, শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ান দুই দলের নেতাকর্মীরা। এ ঘটনার পর সংবাদ সম্মেলন আহ্বান করলে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দলটির নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ করেন। তখন দলের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন। সাথে সাথে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। এরপর ওইদিন রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, নুরুল হক নুরের মাথায় আঘাত লেগেছে এবং নাকের হাড় ভেঙে গেছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» নুরের ওপর হামলা ‘ন্যাক্কারজনক’, সেনাবাহিনীর নিঃশর্ত দুঃখপ্রকাশের দাবি নাহিদের

» জনগণ জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়: মুহাম্মদ শাহজাহান

» প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপিকে এনসিপির ফুলেল শুভেচ্ছা

» ‘মুজিববাদী বামদের ষড়যন্ত্রের’ বিরুদ্ধে ঐক্যের ডাক জুনায়েদের

» ভিপি নুরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

» ডাকসু নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

» নির্বাচন ইস্যুতে কোনো ব্লেম নিতে রাজি নই, শেষ পর্যন্ত যুদ্ধ করবো: সিইসি

» অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

» জনগণের নিরাপত্তায় সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে: সেনাপ্রধান

» প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠক ‌‌‘গুজব’: আইন উপদেষ্টা

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভিপি নুরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক :  গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে।

 

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে নুরকে কেবিনে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য জানিয়েছেন। এর আগে নুরুল হক নুরকে তিনদিন আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

 

চিকিৎসকদের বরাত দিয়ে আবু হানিফ আরও বলেন, নুরুল হক নুরের অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো আশঙ্কামুক্ত নয়, বরং উন্নত চিকিৎসা না হলে সামনে বড় ধরনের ঝুঁকি রয়েছে। মাথা ও মুখে মারাত্মক আঘাতের পরও বয়সের কারণে বডি সাময়িক স্থিতিশীল হলেও ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। সাধারণত এসব ঘটনার দীর্ঘস্থায়ী প্রভাব থাকে। TSAH (Traumatic Subarachnoid Haemorrahage) আঘাতের পর ব্রেনে এই অসুখের দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে থাকে; নানা রকম স্নায়বিক অসুবিধা (neurological deficit) ছাড়াও কথা বলতে এবং ভারসাম্য ঠিক রাখতে সমস্যা, মনে রাখার সমস্যা (Alzheimers’s) এ ধরনের নানান সমস্যা হতে পারে। যেহেতু মাথায় ফ্রাকচার আছে তাতে করে Further Complication হয়ে Infection (Meniningitis) হওয়াটাও অবাস্তব নয়। তাই এসব চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার পাশাপাশি ক্লোজ অবজারভেশন এবং ফারদার ফলোআপ জরুরি।

 

তিনি বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে এবং ২০১৯ সালে ডাকসু ভবনের হামলায়ও গুরুতর আহত হন। তাই বর্তমান অসুস্থতায় নুরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়াটা জরুরি বলে মনে করছেন তার দীর্ঘদিনের ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।

 

প্রসঙ্গত, শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ান দুই দলের নেতাকর্মীরা। এ ঘটনার পর সংবাদ সম্মেলন আহ্বান করলে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দলটির নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ করেন। তখন দলের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন। সাথে সাথে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। এরপর ওইদিন রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, নুরুল হক নুরের মাথায় আঘাত লেগেছে এবং নাকের হাড় ভেঙে গেছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com