আবাগে গা ভাসানো বলে কিছু কিছু মানুষ হয়তো ভ্যালেন্টাইন্স ডে-কে একটু খাটো করার চেষ্টা চালান, তবে এমন একটা খাঁটি প্রেমপ্রেম ভাব নিয়ে দিন কাটাতে কিন্তু মন্দ লাগে না! সাজিয়ে গুছিয়ে ডেট না হোক, একটা উপহারও পারে মন ভালো করে দিতে। আর শ্রীলেখার সাথে সকাল সকাল তেমনটাই হল। ছবি পোস্ট করে শ্রীলেখা লিখলেন তিনি ‘কিংকর্তব্যবিমূঢ়’।
ফেসবুকে শ্রীলেখা যে ছবিটি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে লাল-গোলাপ ফুলের তোড়া এসেছে তার বাড়িতে। অস্পষ্ট হলেও পিছনে একটা সাদা সফট টয় আর কার্ড চোখে পড়ছে। শ্রীলেখা ছবি শেয়ার করে ক্যাপশনে লিখলেন, ‘বেনামি প্রেমিকের থেকে পেয়েছি। কী করে বুঝব কে পাঠিয়েছে? আমি কিংকর্তব্যবিমূঢ়।
শ্রীলেখার এই পোস্ট দেখে সকাল সকাল বেশ মজা পেয়েছেন তার অনুরাগীরা। একজন লিখেছেন, ‘আরে বাহ! দারুণ তো শ্রীলেখাদি’। আরেকজনের মন্তব্য, ‘আরে বাবা ফুল পেয়েছ সেটা উপভোগ করো, গাছের খোঁজ নিয়ে কী হবে’। ‘দেখি কে কে এটা নিজের পাঠানো বলে দাবি করে’- এমন মন্তব্যও চোখে পড়ল।
অবশ্য শ্রীলেখার প্রেমে টুপটাপ পড়ে যাওয়ার মতো ঘটনা এর আগেও হয়েছে। নভেম্বরেই সেজেগুজে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। আর মজা করেই ক্যাপশনে লিখেছিলেন, ‘মেয়ে পছন্দ?
তার ক’দিন পর অভিনেত্রী জানান, একের পর এক বিয়ের প্রস্তাব পাচ্ছেন! আর তারা নাকি তার মেয়ের বয়সী। স্ট্যাটাসে শ্রীলেখা লিখেছেন, ‘কী মুশকিল মেয়ের বয়সী ছেলেরা মেসেঞ্জারে বিয়ের প্রস্তাব দিচ্ছে! ওরে মিডিয়াওয়ালারা আমি পাত্র খুঁজছি না। ওটা মজা করেছিলাম, কপাল আমার! ক্ষ্যামা দে আমায়।’ সূএ: বাংলাদেশ প্রতিদিন