সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : গত বছরের নভেম্বর থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের কারণে বলিভিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে পৌঁছেছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির উপবেসামরিক প্রতিরক্ষা মন্ত্রী হুয়ান কার্লোস কালভিমন্তেসের বরাত দিয়ে এক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য প্রিন্ট এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, হুয়ান কার্লোসের মতে, বৃষ্টিতে দেশের ৯টি বিভাগের মধ্যে আটটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ৮৩টি পৌরসভার অবস্থা খুবই শোচনীয়।
দেশটির সরকার জানিয়েছে, চুকুইসাকা (দক্ষিণ), লা পাজ (পশ্চিম), তারিজা (দক্ষিণ), কোচাবাম্বা (কেন্দ্র), সান্তা ক্রুজ (পূর্ব) এবং পোটোসি (দক্ষিণ-পশ্চিম) বিভাগে বন্যায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। সরকারের তথ্যানুসারে, এখনো ৪ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের তিনজন লা পাজের উত্তরে এবং একজন চুকুইসাকা বিভাগের। সোর্স: দ্য প্রিন্ট