ভারী বৃষ্টিপাতে দিল্লিতে জলাবদ্ধতা-যানজট, রেড অ্যালার্ট জারি

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  উত্তর ভারতের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি দেখা দিয়েছে। বৃহস্পতিবার ভোররাত থেকে দিল্লি-এনসিআর জুড়ে টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, দেখা দিয়েছে ব্যাপক যানজট।

 

ভারতের আবহাওয়া দফতর দিল্লির জন্য আগের ‘হলুদ’ সতর্কতাকে বাড়িয়ে ‘লাল’ সতর্কতা জারি করেছে। রাজধানীতে বৃষ্টি অন্তত ১৭ আগস্ট পর্যন্ত চলতে পারে বলে পূর্বাভাস।

 

গাজিয়াবাদ ও গুরগাঁওসহ এনসিআরের একাধিক জায়গায় রাস্তায় পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। অনেক এলাকা কার্যত অচল হয়ে পড়েছে।

 

উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলের ১১টি জেলা বেয়ারেলি, লখিমপুর, পিলিভিত, শাহজাহানপুর, বহরাইচ, সীতাপুর, শ্রাবস্তী, বলরামপুর, সিদ্ধার্থনগর, গোঁডা ও মহারাজগঞ্জে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। লখনউ প্রশাসন জলাবদ্ধতা ও বৃষ্টির পূর্বাভাসের কারণে বৃহস্পতিবার ১ থেকে ১২ শ্রেণি পর্যন্ত সব সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ ঘোষণা করেছে।

 

হিমাচলের কিন্নর জেলার হোজিস লুংপা নালায় মেঘভাঙা বৃষ্টি থেকে আকস্মিক বন্যায় সিপিডব্লিউডির ক্যাম্প ভেসে গেছে। এ ঘটনায় এক ব্যক্তি আহত এবং চারজন নদীর ওপারে আটকে পড়েছেন। চাম্বা, কাংগ্রা ও মাণ্ডি জেলায় কমলা সতর্কতা এবং উনা, বিলাসপুর, হামিরপুর, কুল্লু, শিমলা, সোলান ও সিরমৌর জেলায় ১৯ আগস্ট পর্যন্ত হলুদ সতর্কতা বহাল রয়েছে।

 

উত্তরাখণ্ডের একাধিক জেলা দেহরাদুন, বাগেশ্বর, নৈনিতাল, পিথোরাগড়, তেহরি, পাউরি, চম্পাবত, রুদ্রপ্রয়াগ, উত্তরকাশি ও চামোলিতে ১৪ থেকে ১৭ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি। উত্তরকাশিতে শ্রীকান্ত পর্বতশ্রেণিতে হিমবাহ ভেঙে ভগীরথী নদীতে জল ও ধ্বংসাবশেষ নেমে এসেছে, একটি সেনা শিবির ধ্বংস হয়েছে এবং নদীর প্রবাহ বদলে গিয়ে ১২০০ মিটার দীর্ঘ কৃত্রিম হ্রদ সৃষ্টি হয়েছে।

 

মুম্বাই, ঠানে, রায়গড়, রত্নগিরি, সিন্ধুদুর্গ, নান্দেড ও ধারাশিব জেলায় বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ তেলেঙ্গানায় নিম্নচাপের প্রভাবে একাধিক জেলায় ভারী বর্ষণ রেকর্ড হয়েছে। বিকেল থেকে সকাল পর্যন্ত বিশেষ করে বিকারাবাদ, সাঙ্গারেড্ডি, মেডক, সিদ্দিপেট, কামারেড্ডি, নিজামাবাদ, করিমনগর, আদিলাবাদ প্রভৃতি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

এখন পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

» খালেদা জিয়ার জন্মদিনে কেক না কাটার নির্দেশ

» উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

» বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১২০৩ জন গ্রেফতার

» লুট হওয়া পাথর আগের জায়গায় ফেলতে হাইকোর্টের নির্দেশ

» ম্রুণালের চরম আপত্তিকর মন্তব্যের জবাব দিলেন বিপাশা

» পাকিস্তান শাহিনসের বিপক্ষে বিকেলে নামছে সোহানরা, খেলা দেখবেন যেভাবে

» সেনাপ্রধানের নামে ভুয়া ফেসবুক আইডি, বিভ্রান্তিকর তথ্য প্রচার

» ফেব্রুয়ারিতে নির্বাচন না করার পায়তারা চলছে, শিগগিরই টের পাবেন: মাসুদ কামাল

» প্রেস সচিবের এক বছর, ডাস্টবিন ও বনসাই ইস্যুসহ যেসব প্রশ্নের জবাব দিলেন

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভারী বৃষ্টিপাতে দিল্লিতে জলাবদ্ধতা-যানজট, রেড অ্যালার্ট জারি

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  উত্তর ভারতের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি দেখা দিয়েছে। বৃহস্পতিবার ভোররাত থেকে দিল্লি-এনসিআর জুড়ে টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, দেখা দিয়েছে ব্যাপক যানজট।

 

ভারতের আবহাওয়া দফতর দিল্লির জন্য আগের ‘হলুদ’ সতর্কতাকে বাড়িয়ে ‘লাল’ সতর্কতা জারি করেছে। রাজধানীতে বৃষ্টি অন্তত ১৭ আগস্ট পর্যন্ত চলতে পারে বলে পূর্বাভাস।

 

গাজিয়াবাদ ও গুরগাঁওসহ এনসিআরের একাধিক জায়গায় রাস্তায় পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। অনেক এলাকা কার্যত অচল হয়ে পড়েছে।

 

উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলের ১১টি জেলা বেয়ারেলি, লখিমপুর, পিলিভিত, শাহজাহানপুর, বহরাইচ, সীতাপুর, শ্রাবস্তী, বলরামপুর, সিদ্ধার্থনগর, গোঁডা ও মহারাজগঞ্জে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। লখনউ প্রশাসন জলাবদ্ধতা ও বৃষ্টির পূর্বাভাসের কারণে বৃহস্পতিবার ১ থেকে ১২ শ্রেণি পর্যন্ত সব সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ ঘোষণা করেছে।

 

হিমাচলের কিন্নর জেলার হোজিস লুংপা নালায় মেঘভাঙা বৃষ্টি থেকে আকস্মিক বন্যায় সিপিডব্লিউডির ক্যাম্প ভেসে গেছে। এ ঘটনায় এক ব্যক্তি আহত এবং চারজন নদীর ওপারে আটকে পড়েছেন। চাম্বা, কাংগ্রা ও মাণ্ডি জেলায় কমলা সতর্কতা এবং উনা, বিলাসপুর, হামিরপুর, কুল্লু, শিমলা, সোলান ও সিরমৌর জেলায় ১৯ আগস্ট পর্যন্ত হলুদ সতর্কতা বহাল রয়েছে।

 

উত্তরাখণ্ডের একাধিক জেলা দেহরাদুন, বাগেশ্বর, নৈনিতাল, পিথোরাগড়, তেহরি, পাউরি, চম্পাবত, রুদ্রপ্রয়াগ, উত্তরকাশি ও চামোলিতে ১৪ থেকে ১৭ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি। উত্তরকাশিতে শ্রীকান্ত পর্বতশ্রেণিতে হিমবাহ ভেঙে ভগীরথী নদীতে জল ও ধ্বংসাবশেষ নেমে এসেছে, একটি সেনা শিবির ধ্বংস হয়েছে এবং নদীর প্রবাহ বদলে গিয়ে ১২০০ মিটার দীর্ঘ কৃত্রিম হ্রদ সৃষ্টি হয়েছে।

 

মুম্বাই, ঠানে, রায়গড়, রত্নগিরি, সিন্ধুদুর্গ, নান্দেড ও ধারাশিব জেলায় বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ তেলেঙ্গানায় নিম্নচাপের প্রভাবে একাধিক জেলায় ভারী বর্ষণ রেকর্ড হয়েছে। বিকেল থেকে সকাল পর্যন্ত বিশেষ করে বিকারাবাদ, সাঙ্গারেড্ডি, মেডক, সিদ্দিপেট, কামারেড্ডি, নিজামাবাদ, করিমনগর, আদিলাবাদ প্রভৃতি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

এখন পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com