ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : সাম্প্রতিক সময়ে সাইবার অপরাধের মাত্রা বেড়েই চলেছে, বিশেষত ডিজিটাল অ্যারেস্টের মতো নতুন আতঙ্ক সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। এই পরিস্থিতি মোকাবিলায় বড় পদক্ষেপ নিয়েছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারির মধ্যে সংস্থাটি প্রায় ৯৯ লাখ ভারতীয় অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, তথ্যপ্রযুক্তি আইনের ৪(১)(ডি) এবং ৩এ(৭) ধারা মেনে এই পদক্ষেপ নিয়েছে তারা। সংস্থার লক্ষ্য, প্ল্যাটফর্মটিকে নিরাপদ রাখা এবং অপব্যবহার রোধ করা। জানুয়ারির মধ্যে মোট ৯৯ লক্ষ ৬৭ হাজার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। তার মধ্যে ১৩ লক্ষ ২৭ হাজার অ্যাকাউন্ট কোনও ইউজার রিপোর্ট ছাড়াই বন্ধ করা হয়েছে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপের স্বয়ংক্রিয় সনাক্তকরণ ব্যবস্থা ব্যবহার করে প্রতারণামূলক আচরণ শনাক্ত করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় সংস্থটি।
জেনে নেন কী কারণে ব্লক হতে পারে আপনার অ্যাকাউন্ট
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। গুচ্ছ মেসেজ পাঠানো বা স্প্যামিং করা: যদি কোনও ইউজার একসঙ্গে প্রচুর মেসেজ পাঠান বা একাধিক ব্যক্তিকে একই ধরনের বার্তা পাঠাতে থাকেন, তাহলে হোয়াটসঅ্যাপ সেটিকে সন্দেহজনক বলে গণ্য করতে পারে।
কোনও ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য বারবার ফরোয়ার্ড করলে অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে। যদি কোনো অ্যাকাউন্ট ভারতীয় আইন অনুসারে অবৈধ কার্যকলাপে যুক্ত থাকে, তবে সেটি নিষিদ্ধ করা হবে। অন্য ব্যবহারকারীদের সঙ্গে অসম্মানজনক, অপমানজনক বা কাম্য নয় এমন আচরণ করলে হোয়াটসঅ্যাপ সেই অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।
যেভাবে সুরক্ষিত রাখবেন আপনার অ্যাকাউন্ট
অযথা বা সন্দেহজনক মেসেজ ফরোয়ার্ড করবেন না; অন্য ব্যবহারকারীদের হয়রানি করবেন না; যেকোনো অবৈধ কার্যকলাপে যুক্ত হওয়া থেকে বিরত থাকা; বিশ্বাসযোগ্য সূত্র ছাড়া কোনো তথ্য শেয়ার না করা।