ভারতে স্বর্ণ কিনতে এখন আর ছুটতে হবে না দোকানে। এত দিন এটিএমের মাধ্যমে টাকা, পানি, খাবার এসব তো মিলত সহজেই। এবার যখন চাই তখনই এটিএমে গেলে মিলবে সোনা। হায়দরাবাদের একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এই এটিএম চালু হয়েছে। সংস্থার দাবি, ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে দেশে তারাই প্রথম ‘গোল্ড ভেন্ডিং মেশিন’-এর সুবিধা চালু করলেন। এর আগে ভারতের কোথাও গোল্ড এটিএমের সুবিধা ছিলো না।
এটিএম থেকে সোনা কেনা খুবই সহজ। টাকা তোলার মতোই কার্ড ঘষলে মিলবে সোনা। কিন্তু কী ধরনের সোনা মিলবে? সোনার এটিএমের বিষয়ে আর কী জানা জরুরি?
১) সারা দিনে যখন খুশি এটিএমে গেলেই সোনা কিনতে পারা যাবে।
২) নগদে বা ধার— দু’ভাবেই সোনা কেনা যাবে। ক্রেতাদের ক্রেডিট এবং ডেবিট কার্ড, দু’টিই দেওয়া হবে।
৩) তৎক্ষণাৎ সোনা কিনতে হলে এই এটিএম ব্যবহার করাও সহজ।
৪) বাজারে প্রতিদিন সোনার দর যেভাবে ওঠানামা করে, সেভাবেই দর ঠিক করা থাকবে।
৫) এটিএমে শুধু বিভিন্ন মাপের এবং দামের সোনার কয়েন মিলবে। আর কোনো জিনিস থাকবে না।
কীভাবে ব্যবহার করবেন সোনার এটিএম?
অন্যান্য এটিএমের মতোই কাজ করবে বিশেষ এই এটিএম। টাকা তোলার মতোই ডেবিট বা ক্রেডিট কার্ড সোয়াইপ করে, পিন দিয়ে যে পরিমাণ সোনার কয়েন প্রয়োজন, তা লিখলেই মেশিন থেকে বেরিয়ে আসবে সেই মূল্যের সোনা। সূত্র : আনন্দবাজার পত্রিকা