ভারতীয় আধিপত্যর জন্যই তরুণদের বেহায়াপনার দিকে ঠেলে দেওয়া হয়েছে

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : ভারতীয় আধিপত্য বিস্তারের জন্যই বাংলাদেশের তরুণ প্রজন্মকে বেহায়াপনার দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সিনেট সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ইসলামী সংস্কৃতি থেকে দেশকে বের করে বিজাতিদের সংস্কৃতির দিকে তরুণ প্রজন্মকে ঢুকিয়ে দিয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) সকালে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাংস্কৃতিক পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আওয়ামী লীগ সংস্কৃতির নামে বেহায়াপনার মাধ্যমে ছাত্র তরুণ ও যুব সমাজকে বিপদগামী করেছে উল্লেখ করে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, এই যুব সমাজ যদি ইসলামী সংস্কৃতি ও জ্ঞানের মাধ্যমে আলোকিত মানুষ হয়ে উঠে তবে আওয়ামী লীগ দেশে ভারতীয় আধিপত্য বিস্তার করতে পারবে না। তাই কেবল ভারতীয় আধিপত্য বিস্তারের জন্যই বাংলাদেশের তরুণ প্রজন্মকে বেহায়াপনার দিকে ঠেলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, নতুন বাংলাদেশ পরিচালনার দায়িত্ব জামায়াতকে দেওয়া হলে, এ দেশকে নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তোলা হবে ছাত্র ও যুব সমাজকে। ইসলামী সংস্কৃতি ও জ্ঞান চর্চার সুযোগ সৃষ্টি করা হবে। বাংলাদেশকে বিশ্ববাসী অনুসরণ করবে এমন কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করা হবে।

 

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, আজকের বাংলাদেশে সবচেয়ে বড় সংকট নেতৃত্বের, সততার, যোগ্যতার। এই সংকট নিরসনে ছাত্র এবং তরুণদের এগিয়ে আসতে হবে। প্রতিষ্ঠালগ্ন থেকে সৎ যোগ্য নেতৃত্ব তৈরির কাজ করার ফলে জামায়াতে ইসলামীর নেতারা যখন যেখানে নির্বাচিত হয়েছে, জনগণের দায়িত্বকে আমানত হিসেবে পালন করেছে। কোথাও এক পয়সারও দুর্নীতি জামায়াত নেতারা করেনি। আগামীতেও জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজমুক্ত বাংলাদেশ গঠন করা হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি জামায়াতে ইসলামীর নেতাদের ছাত্র ও তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মাওলানা খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ট্রাস্টের সেক্রেটারি বর্ষীয়ান আলেমে দ্বীন শায়খুল হাদিস আল্লামা যাইনুল আবেদীন, তামিরুল মিল্লাতের একঝাঁক সাবেক স্কলার যথাক্রমে- ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর শামসুল আলম, ইউরোপিয়ান ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদ, বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নুরুল হক, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর ডক্টর মুহাম্মাদ অলিউল্লাহ, ঘুমান বডি র সদস্য কাজী আতিকুর রহমান, ছাত্র সংসদের ভিপি হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান, মুফাসসির আবুল কাশেম গাজী, মুফাসসির জাকির হোসেন শেখ, প্রফেসর মাওলানা আব্দুস সামাদ প্রমুখ।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন— সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর মিজানুর রশিদ।

 

ছাত্র সংসদের জি এস তোফায়েল আহমেদ এবং হাফেজ খালেদ সাইফুল্লাহ বকশির সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ছাত্র শিক্ষক অভিভাবকরা উপস্থিত ছিলেন। সূএ :ঢাকা পোস্ট ডটকম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ঢাবি উপাচার্যের সঙ্গে সাদা দলের সাক্ষাৎ

» খুলনায় ট্যাংক-লরি শ্রমিকদের কর্মবিরতি, ১৬ জেলায় তেল সরবরাহ বন্ধ

» সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা : গোলাম পরওয়ার

» ১০ বিষয়ে একমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন, বৈঠক শেষে ফখরুল

» টেবিলের নিচে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো : অর্থ উপদেষ্টা

» সাত কলেজের শিক্ষার্থীদের ৪ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

» একাধিক হত্যা ও মাদক মামলার আসামি গ্রেফতার

» ২৪ ঘণ্টার মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের আল্টিমেটাম

» সাদা কোর্টে নজর কাড়লেন দীপিকা

» ঢাবি ও সাত কলেজের সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত : আসিফ নজরুল

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভারতীয় আধিপত্যর জন্যই তরুণদের বেহায়াপনার দিকে ঠেলে দেওয়া হয়েছে

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : ভারতীয় আধিপত্য বিস্তারের জন্যই বাংলাদেশের তরুণ প্রজন্মকে বেহায়াপনার দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সিনেট সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ইসলামী সংস্কৃতি থেকে দেশকে বের করে বিজাতিদের সংস্কৃতির দিকে তরুণ প্রজন্মকে ঢুকিয়ে দিয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) সকালে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাংস্কৃতিক পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আওয়ামী লীগ সংস্কৃতির নামে বেহায়াপনার মাধ্যমে ছাত্র তরুণ ও যুব সমাজকে বিপদগামী করেছে উল্লেখ করে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, এই যুব সমাজ যদি ইসলামী সংস্কৃতি ও জ্ঞানের মাধ্যমে আলোকিত মানুষ হয়ে উঠে তবে আওয়ামী লীগ দেশে ভারতীয় আধিপত্য বিস্তার করতে পারবে না। তাই কেবল ভারতীয় আধিপত্য বিস্তারের জন্যই বাংলাদেশের তরুণ প্রজন্মকে বেহায়াপনার দিকে ঠেলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, নতুন বাংলাদেশ পরিচালনার দায়িত্ব জামায়াতকে দেওয়া হলে, এ দেশকে নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তোলা হবে ছাত্র ও যুব সমাজকে। ইসলামী সংস্কৃতি ও জ্ঞান চর্চার সুযোগ সৃষ্টি করা হবে। বাংলাদেশকে বিশ্ববাসী অনুসরণ করবে এমন কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করা হবে।

 

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, আজকের বাংলাদেশে সবচেয়ে বড় সংকট নেতৃত্বের, সততার, যোগ্যতার। এই সংকট নিরসনে ছাত্র এবং তরুণদের এগিয়ে আসতে হবে। প্রতিষ্ঠালগ্ন থেকে সৎ যোগ্য নেতৃত্ব তৈরির কাজ করার ফলে জামায়াতে ইসলামীর নেতারা যখন যেখানে নির্বাচিত হয়েছে, জনগণের দায়িত্বকে আমানত হিসেবে পালন করেছে। কোথাও এক পয়সারও দুর্নীতি জামায়াত নেতারা করেনি। আগামীতেও জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজমুক্ত বাংলাদেশ গঠন করা হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি জামায়াতে ইসলামীর নেতাদের ছাত্র ও তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মাওলানা খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ট্রাস্টের সেক্রেটারি বর্ষীয়ান আলেমে দ্বীন শায়খুল হাদিস আল্লামা যাইনুল আবেদীন, তামিরুল মিল্লাতের একঝাঁক সাবেক স্কলার যথাক্রমে- ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর শামসুল আলম, ইউরোপিয়ান ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদ, বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নুরুল হক, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর ডক্টর মুহাম্মাদ অলিউল্লাহ, ঘুমান বডি র সদস্য কাজী আতিকুর রহমান, ছাত্র সংসদের ভিপি হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান, মুফাসসির আবুল কাশেম গাজী, মুফাসসির জাকির হোসেন শেখ, প্রফেসর মাওলানা আব্দুস সামাদ প্রমুখ।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন— সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর মিজানুর রশিদ।

 

ছাত্র সংসদের জি এস তোফায়েল আহমেদ এবং হাফেজ খালেদ সাইফুল্লাহ বকশির সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ছাত্র শিক্ষক অভিভাবকরা উপস্থিত ছিলেন। সূএ :ঢাকা পোস্ট ডটকম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com