শাহনাজ পারভীন মিতা:
যখন তুমি তোমার স্বপ্ন ফিরে পাও
স্বপ্নগুলো ঠাঁই পায় দেওয়ালের
বর্ণীল ক্যানভাসে ,
যেখানে তৈলরঙে মূর্ত হয়ে ওঠে তোমার অবয়ব
সেখানে কি থাকো ! তোমার অন্তরের তুমি!
যে একদিন স্বপ্ন একেছিলো নিজের ভেতর
যেখানে আকাশ ,সমুদ্র ,নদী ,ঝর্ণার গান,
অনবরত বেজে যেতো মনের গভীর থেকে গভীরে
হয়ত ক্যানভাসে সেই তুমি মূর্ত হও বিমূর্ত ভাবনায়।
যখন তুমি আগুনে জ্বলতে জ্বলতে আগুন পাখি
ফিনিক্স পাখি তুমি ,দগ্ধ জীবন বেলায় ,
দেওয়ালের ক্যানভাস ওখানেই নবজীবন তোমার
যেখানে একে চলেছো তুমি শব্দের রঙে রঙে নতুন জীবন।
নবজীবন ক্যানভাসের মাঝে উড়ন্ত ফিনিক্স ও তুমি
হয়ত এ তুমি আরেক তুমি যাকে খুঁজেছে কবিতার পটভূমি।
Facebook Comments Box