ছবিঃ অন্তর্জাল, প্রতীকী
মূলঃ বার্ট্রান্ড রাসেল (বই- Unpopular Essays)
অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ
“বড় ধরনের ভয় বা আতংকের কারণে প্রায় সকল মানুষই কুসংস্কারাচ্ছন্ন বা যুক্তিবোধহীন হয়ে পড়ে।
সামষ্টিক ভয় মানুষের মধ্যে পশুপালের প্রবৃত্তি জাগিয়ে তোলে। তখন তারা তাদের পালের সদস্য হিসেবে বিবেচিত নয় এমন গোষ্ঠী বা মানুষদের প্রতি হিংস্রতার ভাব প্রদর্শন করে থাকে।
ভয় মানুষের মনে নিষ্ঠুরতার আবেগ তৈরি করে এবং তাদের মধ্যে এমন যুক্তিবোধহীন বিশ্বাসের জন্ম দেয়, যা প্রকারান্তরে তাদের নিষ্ঠুরতাকেই যৌক্তিকতা দিয়ে থাকে।
সুতরাং আতংকগ্রস্ত কোনো মানুষ, দল অথবা জাতিই মানবিক আচরণ করতে বা সুস্থ চিন্তা করতে পারে এমনটা বিশ্বাস করা যাবে না।’’
লেখক পরিচিতিঃ বার্ট্রান্ড আর্থার উইলিয়াম রাসেল ছিলেন একজন ব্রিটিশ গণিতজ্ঞ, দার্শনিক, যুক্তিবিদ। তিনি জন্মগ্রহণ করেছিলেন ১৮৭২ সালের ১৮ মে তারিখে অর্থাৎ আজকের দিনে। মৃত্যু ১৯৭০ সালের ২ ফেব্রুয়ারি তারিখে।
সূএ : ডেইলি-বাংলাদেশ