বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় কাজ করায় প্রাপ্ত ‘ব্লুমবার্গ ফিলানথ্রপিস অ্যাওয়ার্ড’ নগরবাসীকে উৎসর্গ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
শনিবার (২৯ অক্টোবর) দুপুরে গুলশানে ডিএনসিসির নগরভবনে এক সংবাদ সম্মেলনে এ অ্যাওয়ার্ড উৎসর্গ করেন তিনি। সম্প্রতি আর্জেন্টিনায় সি৪০ সম্মেলনে উন্মুক্তস্থানে আধুনিকায়ন, উন্নয়ন ও সবুজায়ন কার্যক্রমের স্বীকৃতি হিসেবে সি৪০ সিটিস ব্লুমবার্গ ফিলানথ্রপিস অ্যাওয়ার্ড-২০২২ অর্জন করেছে ডিএনসিসি।
সম্মেলনে মেয়র বলেন, পুরস্কার প্রাপ্তি দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ব্লুমবার্গ অ্যাওয়ার্ডটি প্রিয় নগরবাসীকে উৎসর্গ করলাম।
তিনি বলেন, ঢাকা শহরের বিপুল জনসংখ্যার জন্য প্রয়োজনীয় মাঠ, পার্ক নেই, ওপেন স্পেস নেই। সব জায়গায় শুধু প্লট আর ভবন। শহরকে বাঁচাতে মাঠ-পার্ক নির্মাণ করতে আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি। ঢাকাকে সবুজ, আরও অন্তর্ভুক্তিমূলক এবং বসবাসযোগ্য শহর তৈরি করতে সবুজ জায়গা সম্প্রসারণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
গত ১৯ অক্টোবর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে সি৪০ সিটির এবারের শীর্ষ সম্মেলনে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের হাতে এ পুরস্কার তুলে দেন সি৪০ সিটিসের চেয়ারম্যান ও লন্ডনের মেয়র সাদিক খান। সূএ: জাগোনিউজ২৪.কম