ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫: প্রিমিয়াম ব্যাংকিং ও এসএমই বরেণ্য গ্রাহকদের জন্য বিশেষ এক্সিকিউটিভ হেলথ প্যাকেজ অফার করতে ইবনে সিনা ট্রাস্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ব্র্যাক ব্যাংক।
এই পার্টনারশিপের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং ও এসএমই বরেণ্য গ্রাহকরা ইবনে সিনা’র যেকোনো শাখায় বিনামূল্যে একটি এক্সিকিউটিভ হেলথ চেক-আপ প্যাকেজ নিতে পারবেন। গ্রাহকদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এটি ব্র্যাক ব্যাংকের একটি বিশেষ উদ্যোগ।
গত ১২ ফেব্রুয়ারি ২০২৫, ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসএমই ব্যাংকিংয়ের হেড অব স্মল বিজনেস, আলমগীর হোসেন; হেড অব এসএমই স্ট্র্যাটেজি, মোহাম্মদ জাকিরুল ইসলাম; হেড অব প্রিমিয়াম ব্যাংকিং প্রপোজিশন, আরমিন আহমেদ; এবং হেড অব প্রিমিয়াম ব্যাংকিং বিজনেস অ্যাক্যুজিশন, সৈয়দ মাহিন জুবায়েদ। অন্যদিকে ইবনে সিনা ট্রাস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হাদিউল করিম খান, ইন চার্জ অব কর্পোরেট উইং বিজনেস ডেভেলপমেন্ট এবং সোহেল রানা, রিজিওনাল ইন চার্জ অব বিজনেস ডেভেলপমেন্ট।
একটি মূল্যবোধ-নির্ভর প্রতিষ্ঠান হিসেবে, ব্র্যাক ব্যাংক শুধু আর্থিক সেবার মধ্যে সীমাবদ্ধ না থেকে গ্রাহকদের সামগ্রিক সুস্থতা ও কল্যাণের দিকেও গুরুত্ব দেয়। ব্যাংকিং সম্পর্কের গণ্ডি পেরিয়ে স্বাস্থ্যসেবার সুবিধা যুক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।