ব্র্যাক ব্যাংক ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি পাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩০০ নারী শিক্ষার্থী

ঢাকা, বাংলাদেশ, ১৯ মার্চ ২০২৫: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ এবং কলা ও মানবিক অনুষদের ৩০০ জন নারী শিক্ষার্থীকে ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি দেবে ব্র্যাক ব্যাংক।
গত ১৯ মার্চ ২০২৫ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও আর্থিক সহায়তার লক্ষ্যে প্রতিষ্ঠানটিতে আনুষ্ঠানিকভাবে এই শিক্ষাবৃত্তি চালু করে ব্যাংকটি।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মিলিনায়তনে এক চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই শিক্ষাবৃত্তির কার্যক্রম শুরু হয়। ব্র্যাক ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবাল, সিএফএ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তি-স্বাক্ষর করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস. এম. নসরুল কাদির এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান।

 

অনুষ্ঠানে প্রফেসর কাদির ব্র্যাক ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই বৃত্তি কার্যক্রমটি আর্থিক সহায়তার চাইতেও বেশি কিছু। ব্র্যাক ব্যাংকের এই উদ্যোগ আমাদের নারী শিক্ষার্থীদের জীবনে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে; আমাদের শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে, তাঁদের আরো বড় স্বপ্ন দেখতে শেখাবে এবং তাঁদের শিক্ষা ও পেশাগত জীবনে সাফল্য অর্জনে ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

 

ব্র্যাক ব্যাংকের এই উদ্যোগের বিষয়ে মো. শাহীন ইকবাল মন্তব্য করেন, “ব্র্যাক ব্যাংকে আমরা এটা মনেপ্রাণে বিশ্বাস করি যে, নারীশিক্ষায় বিনিয়োগ মানে দেশের ভবিষ্যতের জন্য বিনিয়োগ। ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তির মাধ্যমে আমরা শিক্ষাব্যবস্থায় বিদ্যমান জেন্ডার-বৈষম্য দূর করার পাশাপাশি আর্থিক সীমাবদ্ধতার কারণে কোনো শিক্ষার্থী যাতে পিছিয়ে না পড়ে, সেটিও নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
উচ্চশিক্ষায় বাংলাদেশের তৃণমূল পর্যায়ের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ কম। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এটি ৪০ শতাংশেরও কম। এই বৈষম্য অনুধাবন করে ব্র্যাক ব্যাংক শুধুমাত্র নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তার জন্য ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি প্রোগ্রামটি চালু করে।

 

‘অপরাজেয় তারা’ হলো নারী শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাওয়ার যাত্রায় ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ সিএসআর উদ্যোগ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও এই শিক্ষাবৃত্তি চালু রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। এছাড়াও, ২০১১ সাল থেকে প্রথম আলো ট্রাস্টের সাথে দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের এই শিক্ষাবৃত্তি দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক। বর্তমানে এই শিক্ষাবৃত্তির সুবিধাভোগীর সংখ্যা ২ হাজারেরও বেশি।

একটি মূল্যবোধ-নির্ভর প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক নিজেদের সিএসআর উদ্যোগগুলোকে এমনভাবে কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ, যা আর্থিক এবং সামাজিক বাধা দূর করে সবার জন্য সুযোগ তৈরি করে দেবে, যাতে প্রত্যেকে নিজ সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটিয়ে অর্থপূর্ণ জীবন যাপনের সুযোগ পান।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মিথ্যা তথ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি, পুতুলের নামে মামলা

» পুরোনো রাজনীতি আমরা চাই না : নাহিদ ইসলাম

» সাবেক সেনা কর্মকর্তা-আমলাদের নিয়ে ‘জনতার দল’র আত্মপ্রকাশ

» গাজায় গণহত্যা বন্ধে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জামায়াত আমিরের

» বিএনপিকে আন্ডারস্টিমেট করার সুযোগ নেই : জয়নুল আবদিন ফারুক

» গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫, আহত ১৩৩

» বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ শুরু ২৫ মার্চ

» ব্যাংকারদেরও বেতন হবে ২৩ মার্চ

» উপদেষ্টা পরিষদের সভায় ৪ সিদ্ধান্ত গ্রহণ

» প্রাইম ব্যাংক ও ঢাকা আহছানিয়া মিশন-এর মধ্যে চুক্তি সাক্ষর

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ব্র্যাক ব্যাংক ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি পাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩০০ নারী শিক্ষার্থী

ঢাকা, বাংলাদেশ, ১৯ মার্চ ২০২৫: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ এবং কলা ও মানবিক অনুষদের ৩০০ জন নারী শিক্ষার্থীকে ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি দেবে ব্র্যাক ব্যাংক।
গত ১৯ মার্চ ২০২৫ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও আর্থিক সহায়তার লক্ষ্যে প্রতিষ্ঠানটিতে আনুষ্ঠানিকভাবে এই শিক্ষাবৃত্তি চালু করে ব্যাংকটি।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মিলিনায়তনে এক চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই শিক্ষাবৃত্তির কার্যক্রম শুরু হয়। ব্র্যাক ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবাল, সিএফএ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তি-স্বাক্ষর করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস. এম. নসরুল কাদির এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান।

 

অনুষ্ঠানে প্রফেসর কাদির ব্র্যাক ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই বৃত্তি কার্যক্রমটি আর্থিক সহায়তার চাইতেও বেশি কিছু। ব্র্যাক ব্যাংকের এই উদ্যোগ আমাদের নারী শিক্ষার্থীদের জীবনে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে; আমাদের শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে, তাঁদের আরো বড় স্বপ্ন দেখতে শেখাবে এবং তাঁদের শিক্ষা ও পেশাগত জীবনে সাফল্য অর্জনে ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

 

ব্র্যাক ব্যাংকের এই উদ্যোগের বিষয়ে মো. শাহীন ইকবাল মন্তব্য করেন, “ব্র্যাক ব্যাংকে আমরা এটা মনেপ্রাণে বিশ্বাস করি যে, নারীশিক্ষায় বিনিয়োগ মানে দেশের ভবিষ্যতের জন্য বিনিয়োগ। ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তির মাধ্যমে আমরা শিক্ষাব্যবস্থায় বিদ্যমান জেন্ডার-বৈষম্য দূর করার পাশাপাশি আর্থিক সীমাবদ্ধতার কারণে কোনো শিক্ষার্থী যাতে পিছিয়ে না পড়ে, সেটিও নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
উচ্চশিক্ষায় বাংলাদেশের তৃণমূল পর্যায়ের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ কম। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এটি ৪০ শতাংশেরও কম। এই বৈষম্য অনুধাবন করে ব্র্যাক ব্যাংক শুধুমাত্র নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তার জন্য ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি প্রোগ্রামটি চালু করে।

 

‘অপরাজেয় তারা’ হলো নারী শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাওয়ার যাত্রায় ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ সিএসআর উদ্যোগ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও এই শিক্ষাবৃত্তি চালু রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। এছাড়াও, ২০১১ সাল থেকে প্রথম আলো ট্রাস্টের সাথে দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের এই শিক্ষাবৃত্তি দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক। বর্তমানে এই শিক্ষাবৃত্তির সুবিধাভোগীর সংখ্যা ২ হাজারেরও বেশি।

একটি মূল্যবোধ-নির্ভর প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক নিজেদের সিএসআর উদ্যোগগুলোকে এমনভাবে কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ, যা আর্থিক এবং সামাজিক বাধা দূর করে সবার জন্য সুযোগ তৈরি করে দেবে, যাতে প্রত্যেকে নিজ সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটিয়ে অর্থপূর্ণ জীবন যাপনের সুযোগ পান।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com