ফাইল ফটো
রাজবাড়ী জেলার কালুখালীতে ব্যাটারিচালিত অটোভ্যানে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছে।
আজ সকাল পৌনে ৯টার দিকে সূর্য্যদিয়ার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বিষয়টি নিশ্চিত করেন।
নিহতদের নাম পরিচয় এখন জানা যায়নি।
স্থানীয়রা জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা বঙ্গমাতা এক্সপ্রেস ট্রেন কালুখালী জংশন স্টেশনে আসার পথে সূর্য্যদিয়া অরক্ষিত রেলক্রসিং এলাকায় একটি ব্যাটারিচালিত অটোভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানটি দুমরে-মুচরে যায় এবং ঘটনাস্থলেই দুজন যাত্রীর মৃত্যু হয়। পড়ে ফায়ার সার্ভিস ও জিআরপি থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
রেলওয়ে থানার (জিআরপি) ওসি সোমনাথ বসু জানান, ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়।