ব্যবহৃত ফোন বিক্রির আগে যা করবেন

ফাইল ফটো

 

অনলাইন ডেস্ক :  বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। বাজারে নতুন মডেলের ফোন এলে অনেকেই পুরোনো ব্যবহৃত ফোনটিকে বিক্রি করে দেন। কিংবা নতুন ফোনের সঙ্গে এক্সচেঞ্জ করেন। তবে যারা ব্যবহৃত ফোন বিক্রি করেন বা এক্সচেঞ্জ করেন তাদের বেশ কিছু বিষয়ে সতর্ক হতে হবে।

 

নিজের পুরোনো ফোন বিক্রির আগে কয়েকটি কাজ আপনাকে করতে হবে। নাহলে বিপদে পড়তে পারেন যে কোনো মুহূর্তে।
চলুন জেনে নেওয়া যাক কী সেই কাজ-

 

১। ফোনে থাকা প্রতিটি অ্যাকাউন্ট লগ আউট করুন। ফোন ব্যবহার করার সময় আপনি নিশ্চয়ই জি-মেইল, ফেসবুক, টুইটার, প্লে স্টোর এবং অনেক অ্যাপে লগ ইন করেছিলেন। ফোন বিক্রি করার সময় আপনাকে অবশ্যই সব ধরনের অ্যাকাউন্ট লগ আউট করতে হবে।

 

২। প্রথমে ফোনের মাইক্রো এসডি কার্ড সরান। ফোনের জায়গা বাড়ানোর জন্য, অনেকে এসডি কার্ডও ইনস্টল করেন। ফোন বিক্রির সময় লোকজন এসবে মনোযোগ না দিয়ে কার্ডসহ ফোন বিক্রি করে। এমন পরিস্থিতিতে, আপনার ডাটা অন্য ব্যক্তির কাছে চয়ে যায়। ফোন বিক্রি করার সময় অবশ্যই মাইক্রো এসডি কার্ডটি সরিয়ে ফেলুন। এখানেই শেষ নয়, মেনে চলতে হবে আরও অনেক কিছু।

 

৩। ফোনটি বিক্রি করার আগে, এর সার্চ হিস্ট্রি মুছে ফেলতে ভুলবেন না। অর্থাৎ আপনার ওয়েব ব্রাউজার হিস্ট্রি, কল লগ ইতিহাস ইত্যাদি মুছে ফেলা উচিত। প্রয়োজনে ইউটিউব সার্চ হিস্ট্রিও মুছে ফেলুন।

 

৪। আরও একটি কাজ করলে অনেকেই ভুলে যান। কিন্তু সেই ছোট কাজটিই বড় বিপদ ডেকে আনে। আপনি যখনই পুরোনো ফোনটি বিক্রি করবেন, তখন ব্যবহার করার সময় যে যে অতিরিক্ত অ্যাপ ফোনে নামিয়েছিলেন সেগুলোকে আনইনস্টল করে দেবেন।

 

৫। ফোন রিসেট করতে ভুলবেন না। অর্থাৎ উপরের সব কাজ করার পর, এটি দেওয়ার আগে ফোনটি রিসেট করতে ভুলবেন না। ফোন রিসেট করলে ফোনটি একেবারে নতুনের মতো হয়ে যায়। এর মানে আপনার ফোনে যা কিছু ছিল, সবটাই মুছে যায়।

 

৬। ফোন বিক্রি করার সময় আপনার আরও একদিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত। আপনি কখন ফোনটি বিক্রি করেছেন, এটি কোন মডেলের ছিল, কার কাছে আপনি এটি বিক্রি করেছেন ইত্যাদি লিখতে ভুলবেন না।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

» ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

» সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নতুন মামলায় গ্রেপ্তার

» চলতি সপ্তাহেই নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ : ইসি সচিব

» মাইটিভির চেয়ারম্যান নাসিরের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

» রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে যা জানালেন উপ-প্রেস সচিব

» রুক্মিণীর রাজকীয় লুক মন কাড়ল ভক্তদের

» ‘এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাবে বাংলাদেশ’

» আন্দোলনে ছাত্ররা শুধু নাটকের অভিনেতা, মূল ভ্যানগার্ড জামায়াত: ফজলুর রহমান

» ‘মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ’: ছাত্রশিবির সভাপতি

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ব্যবহৃত ফোন বিক্রির আগে যা করবেন

ফাইল ফটো

 

অনলাইন ডেস্ক :  বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। বাজারে নতুন মডেলের ফোন এলে অনেকেই পুরোনো ব্যবহৃত ফোনটিকে বিক্রি করে দেন। কিংবা নতুন ফোনের সঙ্গে এক্সচেঞ্জ করেন। তবে যারা ব্যবহৃত ফোন বিক্রি করেন বা এক্সচেঞ্জ করেন তাদের বেশ কিছু বিষয়ে সতর্ক হতে হবে।

 

নিজের পুরোনো ফোন বিক্রির আগে কয়েকটি কাজ আপনাকে করতে হবে। নাহলে বিপদে পড়তে পারেন যে কোনো মুহূর্তে।
চলুন জেনে নেওয়া যাক কী সেই কাজ-

 

১। ফোনে থাকা প্রতিটি অ্যাকাউন্ট লগ আউট করুন। ফোন ব্যবহার করার সময় আপনি নিশ্চয়ই জি-মেইল, ফেসবুক, টুইটার, প্লে স্টোর এবং অনেক অ্যাপে লগ ইন করেছিলেন। ফোন বিক্রি করার সময় আপনাকে অবশ্যই সব ধরনের অ্যাকাউন্ট লগ আউট করতে হবে।

 

২। প্রথমে ফোনের মাইক্রো এসডি কার্ড সরান। ফোনের জায়গা বাড়ানোর জন্য, অনেকে এসডি কার্ডও ইনস্টল করেন। ফোন বিক্রির সময় লোকজন এসবে মনোযোগ না দিয়ে কার্ডসহ ফোন বিক্রি করে। এমন পরিস্থিতিতে, আপনার ডাটা অন্য ব্যক্তির কাছে চয়ে যায়। ফোন বিক্রি করার সময় অবশ্যই মাইক্রো এসডি কার্ডটি সরিয়ে ফেলুন। এখানেই শেষ নয়, মেনে চলতে হবে আরও অনেক কিছু।

 

৩। ফোনটি বিক্রি করার আগে, এর সার্চ হিস্ট্রি মুছে ফেলতে ভুলবেন না। অর্থাৎ আপনার ওয়েব ব্রাউজার হিস্ট্রি, কল লগ ইতিহাস ইত্যাদি মুছে ফেলা উচিত। প্রয়োজনে ইউটিউব সার্চ হিস্ট্রিও মুছে ফেলুন।

 

৪। আরও একটি কাজ করলে অনেকেই ভুলে যান। কিন্তু সেই ছোট কাজটিই বড় বিপদ ডেকে আনে। আপনি যখনই পুরোনো ফোনটি বিক্রি করবেন, তখন ব্যবহার করার সময় যে যে অতিরিক্ত অ্যাপ ফোনে নামিয়েছিলেন সেগুলোকে আনইনস্টল করে দেবেন।

 

৫। ফোন রিসেট করতে ভুলবেন না। অর্থাৎ উপরের সব কাজ করার পর, এটি দেওয়ার আগে ফোনটি রিসেট করতে ভুলবেন না। ফোন রিসেট করলে ফোনটি একেবারে নতুনের মতো হয়ে যায়। এর মানে আপনার ফোনে যা কিছু ছিল, সবটাই মুছে যায়।

 

৬। ফোন বিক্রি করার সময় আপনার আরও একদিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত। আপনি কখন ফোনটি বিক্রি করেছেন, এটি কোন মডেলের ছিল, কার কাছে আপনি এটি বিক্রি করেছেন ইত্যাদি লিখতে ভুলবেন না।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com