ফাইল ছবি
অনলাইন ডেস্ক : অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, দেশে ব্যবসাবাণিজ্য কমে যাওয়ায় বেকারত্ব বেড়েছে। তবে বিভিন্ন খাতে অর্থনৈতিক সহায়তা এবং প্রণোদনার মাধ্যমে এটা পুনরুদ্ধারে চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। গতকাল সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টির জন্য নানাভাবে কাজ চলছে। বেকারত্বের হার কমাতে পারলে অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন হবে। এটা নিয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে আলোচনা হয়েছে। বিডা কর্তৃপক্ষ এ নিয়ে কাজও করছে।
একের পর এক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, আগের সরকারের অনেকের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করতে হয়েছে তাদের নিজেদের কারণেই। সরকার তো কোনো প্রতিষ্ঠান বন্ধ করেনি। বরং কারখানা বা প্রতিষ্ঠানের মালিকরাই সেটা করেছেন। বন্ধ হয়ে যাওয়া কারখানা বা প্রতিষ্ঠানের শ্রমিকদের কর্মসংস্থানের চেষ্টা করা হবে। তবে সবাইকে কাজ দেওয়া অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব নয়।
তিনি বলেন, সার্বিকভাবে অর্থনৈতিকভাবে আমরা খারাপ অবস্থায় আছি তা কিন্তু নয়। একটা বিষয় হয়েছে-সেটা হলো- ব্যবসায় মন্দা। সোর্স অব ইনকাম সেটা কিছুটা কম। কিন্তু এটাকে তো একেবারে ধ্বংসের পথ থেকে আমরা উদ্ধার করে নিয়ে এসেছি। নতুন এমপ্লয়মেন্ট (কর্মসংস্থান) কম হচ্ছে। সেটা আমরা একনেকে বলেছি। ব্যবসাবাণিজ্য আমরা চেষ্টা করছি। কারণ ব্যবসাবাণিজ্য সব থেকে বেশি। রিসেন্টলি এসএমই সেক্টরের ছোট ছোট প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে বলা হয়েছে। তবে কিছু লোকের কষ্ট হচ্ছে, সেটা আমরা স্বীকার করছি। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি থাকলেও তা আগের বছরের চেয়ে বাড়েনি বলে মনে করেন অর্থ উপদেষ্টা। ভারতীয় লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় চলমান প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন তিনি। তরলীকৃত গ্যাসের (এলএনজি) সংকট হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংকটের কোনো আশঙ্কা নেই। দুটি লটে আজকে (গতকাল) আমরা এলএনজি আমদানি করতে বলেছি। আমরা বলছি- কস্ট বেশি হোক বা না হোক আমরা সরবরাহটা নিশ্চিত করব।