ফরিদপুরের বোয়ালমারীতে এক শিশু ছাত্রীকে (৯) শ্লীলতাহানির অভিযোগে রামকৃষ্ণ (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের ময়েনদিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই শিক্ষার্থীর দাদা বাদি হয়ে বোয়ালমারী থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তার রামকৃষ্ণ পরমেশ্বর্দী ইউনিয়েনের শ্রীনগর গ্রামের মাখন সাহার ছেলে।
মামলার বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মুহাম্মদ আক্কাস আলী শেখ।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের ময়েনদিয়া বাজারে মুদি ব্যবসায়ী রামকৃষ্ণ সাহার দোকানে রোববার সকালে ভুক্তভোগী শিশু খাবার কিনতে যায়। এসময় রামকৃষ্ণ শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে দোকানের পেছনে নিয়ে যৌন নিপীড়ন চালান বলে অভিযোগ। শিশুটি মাদরাসায় ফিরে বিষয়টি মাদ্রাসার মুহতামিম মাওলানা জমির উদ্দিনকে জানালে ঘটনাটি জানাজানি হয়ে যায় স্থানীয়দের মধ্যে। ফলে জনরোষের মুখে পড়েন রামকৃষ্ণ।
খবর পেয়ে ডহরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রামকৃষ্ণকে আটক করেন। ডহরনগর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুক্তার হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।