ফাইল ফটো
অনলাইন ডেস্ক : ছয় মাসের জন্য সাভার উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও আরিফ সোহেলের স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে আহ্বায়ক আব্দুল্লাহ আল ইমরান ও শাকিল আহমেদ প্রিন্সকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এতে যুগ্ম আহ্বায়ক রাকিব মুসল্লি, আবির হোসেন, রবিউল ইসলাম জয়, মো. মাসুম মিয়া, মো. মোরসালিন, আল কাফি রাকিব, তৌহিদ আনাস সিয়াম, সুলতান আহমেদ পিয়াস, আব্দুল আল মামুন, লিখন, মো. মুরসালিন, মো. ওবায়দুল্লাহ আহমেদ, মো. নাঈম, রিফাত হোসেন, রিয়াজুর ইসলাম রোহান, মো. সাইফুল ইসলাম তামিম।
কমিটিতে সদস্যসচিব হয়েছেন মাহিদ হাসান রাফসান, সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. সাইফুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব তাওহীদ আনাস সিয়াম, তাওহিদ ইসলাম সানভি, রাশেদুল হাওলাদার, ওমর ফারুক ইসলাম, নাজমুস মোহাম্মদ সাকিব, আবু রায়হান, মুনতাসির রহমান খান প্রমাণ, জাকওয়ান হোসাইন, মো. শরিফুল ইসলাম, শেখ ফাহিম আহমেদ, মো. শরিফুল ইসলাম, ইস্তিয়াক আহম্মেদ, সিয়ামুল ইসলাম বিজয়, হিমেল আহমেদ অবাক।
মুখ্য সংগঠক হলেন- তামিম আজহার, সিনিয়র যুগ্ম সংগঠক হৃদয় হাসান, এখলাছুর রহমান, হাফিজুর রহমান, রাকিবুল ইসলাম শান্ত, ইয়াসিন আরাফাত, ওয়ালিদ, মো. সজল খান, এম এ সাকিব, রাকিবুল ইসলাম, মো. ফয়েজ রাব্বি, আরমান হোসাইন, মো. তন্ময়, লিখন, রাকিব, রফিউল, নাসিবুল হাসান নাহিদ, ইশতিয়াক আহমেদ, হিমেল আহমেদ অবাক, সিনথিয়া ও মো. শিহাব খান, ফয়সাল হোসেন ফাল্গুন, মাহবুব হোসেন জিহাদ, রাগিব, লিনা আফরোজ খান, ফুয়াদ ইসলাম, মিনহাল আবেদিন, আসাদুজ্জামান টুটুল, রাব্বি হাসান হৃদয় ও তাহসিন আহমেদ সিয়াম।
কমিটির মুখপাত্র হলেন- আল মাসুম সজিব, সহ মুখপাত্র যথাক্রমে কাদের রুমান, আফসানা মিমি, ইমরান হোসেন, শিলা আফরোজ খান ও শাহরিয়া হৃদয় এনজি।
কমিটির সদস্য হলেন- আহান্তী অনু মেঘলা, মারুফ ইসলাম, মো. ইমরান হোসাইন অভি, ফয়সাল আহমেদ, জুবায়েদ চৌধুরী, আরোহী জান্নাত, রিফাত খান, মো. আব্দুল ওয়াহেদ, রাকিবুল ইসলাম, আল ইমরান জয়, নাইম, সাঈদ, মেহেদী হাসান শুভ ও সিমান্ত ইভান।