ফাইল ছবি
বিভা ইন্দু :
বারো মাসে তের পার্বণ
কোমল পলির কোলে
রঙবেরঙের ছয়টি ঋতু
খুশির লহর তোলে
চৈত্র তাপে নাকাল মানুষ
তেষ্টায় বুক ফাটে
খাল বিল সব অনাহারী
উদাস সময় কাটে
হঠাৎ আকাশ স্তব্ধ কালো
মেঘ গুড় গুড় বাজ
কালবৈশাখি ঝড়ো হাওয়া
আম কুড়ানির সাজ
বাজার জুড়ে বাঙ্গি বেল
তরমুজ উপচে পড়ে
কাঁচা আমে জিভে জল
আচারে বৈয়াম ভরে
উদাস দুপুর কোকিল কুহু
তাল তমালের গাঁয়
পদ্মপুকুরে সাঁতারের বাজি
ঘরে কী থাকা যায়!
বৈসাবি আর বিজুর পরব
উবে গেছে যতো ঘুম
নববর্ষ আর ঈদ আনন্দে
বাংলায় খুশির ধুম।
সূএ:ডেইলি-বাংলাদেশ ডট কম