সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের রোড ম্যাপ ঘোষণা, আন্দোলনে হামলাকারীদের দ্রুত গ্রেফতারসহ নানা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব রহমত আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সমন্বয়ক শামসুর রহমান সুমন, আশিকুর রহমান আশিক।
তারা জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের চার মাস পেরিয়ে গেলেও আন্দোলনে হামলাকারী আসামিদের গ্রেফতার করেনি পুলিশ। অনেকে এখন ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। সেই সাথে গণঅভ্যুত্থানে শিক্ষক সমিতি শিক্ষার্থীদের পাশে থাকেনি। তাই শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্র সংসদ নির্বাচনের আগে আর কোনো নির্বাচন ক্যাম্পাসে হতে না দেওয়ার ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে। ৫ জানুয়ারির (রবিবার) মধ্যে দাবি মানা না হলেও প্রশাসনিক ভবনে তালা মেরে সকল ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন ছাত্র নেতারা।
জুলাই-আগস্টের বিপ্লবের পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারবে না। তবে ছাত্র সংসদের মাধ্যমে শিক্ষার্থীদের দাবি দাওয়ার বিষয়টি দেখা হবে বলে জানিয়েছেন বেরোবি’র ভিসি অধ্যাপক ড. মো. শওকাত আলী।
তিনি বলেন, খুব দ্রুত নীতিমালা পাশ করে ছাত্র সংসদের নির্বাচন দেয়া হবে। ছাত্র সংসদের মাধ্যমেই ছাত্রদের সমস্যার বিষয়গুলো দেখা হবে। সূএ:বাংলাদেশ প্রতিদিন