সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে শিশুসহ ১১জন মাইক্রোবাস যাত্রী হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব।আজ দুপুরে বিষয়টি জানান র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন
তিনি জানান, গত ২ এপ্রিল রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি তার পরিবার পরিজন ও প্রতিবেশী নিয়ে ঢাকার মিরপুর থেকে মাইক্রোবাসযোগে কক্সবাজার যাওয়ার পথে লোহাগড়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা রিলাক্স পরিবহনের একটি বাস মাইক্রোবাসকে ধাক্কা দিলে রফিকুল ইসলাম, তার স্ত্রী, দুই শিশু সন্তান এবং আত্মীয়-স্বজনসহ ১০ জন মাইক্রোবাস যাত্রী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জনের মৃত্যু হয়।
ঘটনাস্থলে বাস রেখে পালিয়ে যায় বাস চালক সোহেল তালুকদার।
পরবর্তীতে নিহত রফিকুলের শ্যালক মোঃ রবিউল হাসান সুজন বাদী হয়ে লোহাগাড়া থানায় বাস চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। উক্ত মামলার পরিপ্রেক্ষিত রোববার (৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে চালক সোহেল তালুকদারকে গ্রেফতার করা হয়।