সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বেনাপোল কাস্টমসে জাতীয় রাজস্ব বোর্ডের সার্ভারের ধীরগতির কারণে ব্যহত হচ্ছে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য। বৃহস্পতিবার সার্ভার জটিলতার কারণে বন্দর থেকে স্বল্প পরিমাণ পণ্য খালাস হয়েছে। লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে প্রায় অর্ধেক।
স্থানীয় সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির কারণে ক্ষতি পুষিয়ে নিতে সরকার শুক্রবার ও শনিবার কাস্টমস খুলে রাখে। কিন্তু সার্ভার জটিলতার কারণে আমদানিকারকরা গত ৩ দিন কোন বিল অব এন্ট্রি দাখিল করতে পারেনি। জাতীয় রার্জস্ব বোর্ডের সার্ভারের ধীরগতির করণে বি/ ই এন্টি করা যাচ্ছে না। যেখানে প্রতি ঘণ্টায় প্রায় ৪০-৫০ বি/ই এন্টি হত এখন সেখানে প্রতিঘণ্টায় ৮-১০ বি/ই এন্টি হচ্ছে। কাস্টমস কর্মকর্তা বলেন, সার্ভারের সমস্যার কারণে পণ্য চালান শুল্কায়নে সমস্যা হচ্ছে। এ্যাসেসমেন্ট নোটিশ বের না হবার কারণে বন্দর থেকে কোন মালামাল খালাস হচ্ছে না। ফলে সরকারের রাজস্ব আদায় মারাত্মকভাবে ব্যহত হচ্ছে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারত -বাংলাদেশ দু’দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য অনলাইনের মাধ্যমে সম্পাদন হয়। ফলে জাতীয় রাজস্ব বোর্ডেে সার্ভারের সমস্যার কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যে দ্রুতভাবে ব্যাহত হচ্ছে। অপরদিকে সরকার কোটি কোটি টাকার রাজস্ব আহরণ থেকে বঞ্চিত হচ্ছে।
বেনাপোল কাস্টমসের প্রোগ্রামার আব্দুল আহাদ জানান,জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের ২ দিন শাটডাউন কর্মসূচির সময় সার্ভার বন্ধ ছিল। কর্মসূচি প্রত্যাহারের পর দেশ জুড়ে এক সাথে হাজার হাজার ব্যবহারকারী লগইন করার কারণে সার্ভার ধীরগতি হয়ে গেছে। আগামী দুইদিনের মধ্যে সব স্বাভাবিক হযে যাবে।