খুলনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিভিন্ন বেকারি ও মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সকাল ১০টায় নগরীর সোনাডাঙ্গা ও পিকচার প্যালেস মোড় এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
র্যাব-৬ সদর কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকাল সাড়ে ১০টায় নগরীর সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় সোনাডাঙ্গা এলাকার ইসলামইল ফুডস নামক বেকারি কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি খাবার তৈরির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে পণ্যের মোড়কে নির্ধারিত মূল্য না থাকা এবং অন্যান্য অনিয়মের অভিযোগে ওই এলাকার তপন চানাচুর ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় অভিযান পরিচালনা করা দলটি চানাচুর তৈরির জন্য ব্যবহার অনুপোযোগী ৪ ড্রাম তেল নষ্ট করে।
এরপর সোনাডাঙ্গার সাতক্ষীরা যাদব ঘোষ ডেইরিকে এক লাখ টাকা এবং হাদীস পার্কের সামনে যাদব ঘোষে ডেইরিকে চার লাখ জরিমানা করা হয়। জনস্বাস্থ্য রক্ষায় এমন অভিযান নিয়মিত চালানো হবে বলেও জানান এই কর্মকর্তা।