সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক :গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের ওপর বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক পানিতে পড়ে গেছে। এর ফলে ওই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হওয়ায় বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে।
শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে টঙ্গী বাজার এলাকায় তুরাগ নদে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, তুরাগ নদের ওপর বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক পানিতে পড়ে গেছে। এতে কেউ হতাহতের হয়নি। ঘটনার পরপরই চালক গাড়ি রেখে পালিয়ে গেছে।
মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খান বলেন, আজ মধ্যরাতে তুরাগ নদীতে ট্রাক পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি সড়ক ও জনপথকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা নেবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গীর বেইলি ব্রিজটি আজ ভোরে ভেঙে গেছে। এ পথে চলাচলকারী সব যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নুগেট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।
২০২১ সালের ৯ নভেম্বর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় ব্রিজটি ভেঙে পড়লে যানচলাচল স্বাভাবিক রাখতে এই বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়।