ফারহা মৌরিন মৌ:
তোমার শহরজুড়ে হঠাৎ’ই
আজ,
এক পশলা বৃষ্টি নেমে এসেছে!
দু’হাত বাড়িয়ে সে জলে ভেজাও ।
ঠান্ডা জলের ফোঁটায়
তুমি শীতল হও!
তোমার মনের পরিষ্কার নীল আকাশে
তখন জেগে ওঠে
ভালোবাসার রংধনু !
জানি, তোমার হঠাৎ হঠাৎ উথলে ওঠা
গহীন মন সমুদ্রে
ঝরে পড়বে বিলাসী বৃষ্টি পাবন সংগীত!
তুমি গা ভেজাবে,
মন ভেজাবে
ভেজাবে ইস্পাত কঠিন অনড় মনটি।
তবুও কখনো
প্রশ্ন করিনি তোমায়
কখনোই জানতে চাইনি –
পেয়েছো কি কখনো অবকাশ,
মর্ত্যলোকের এক সাধারণ মানবীর
রোজকেরে বৃষ্টি দহনের!
আমার চোখের তারায়
নেমে আসে সে বৃষ্টি…
একটানা চলতে থাকে যে বৃষ্টি!
তুমি অকস্মাৎ ভেজো বিলাসে-
আমি ভিজি প্রতিদিনই ।।
Facebook Comments Box