কয়েক বছর লিভ-ইন করার পর গত ১৯ ফেব্রুয়ারি বিয়ে করেছেন ফারহান আখতার ও শিবানি ডাণ্ডেকর। ধর্মীয় কোনো রীতি মেনে বিয়ে না করে শপথবাক্য পাঠ করে নতুন জীবন শুরু করেন তারা। কিন্তু বিয়ের পরের দিনই গুঞ্জন চাউর হয়, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন শিবানি। আর এ জন্য তাড়াহুড়ো করে বিয়ে করেছেন এই দম্পতি। এরপর থেকে বলিউডের চর্চিত বিষয়ে পরিণত হয় এটি।
মূলত বিয়ের ছবিকে কেন্দ্র করে শিবানির মা হতে যাওয়ার গুঞ্জন ওঠে। সময়ের সঙ্গে বিষয়টি জোরালো হলেও মুখে কুলুপ এঁটেছিলেন ফারহান-শিবানি। টুঁ-শব্দটি করেননি তারা। অবশেষে মুখ খুলেছেন শিবানি নিজেই। শুধু তাই নয়, বুধবার (২ মার্চ) রাতে ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে শক্ত জবাব দিয়েছেন তিনি।
শিবানির ভিডিও দেখতে ক্লিক করুন
এ ভিডিওতে দেখা যায়—শিবানির পরনে বিকিনি ব্রা এবং হাফ প্যান্ট। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজেই ভিডিও করছেন। সেখানে তার পেটের অংশ খোলা। তাতে বেবি বাম্পের কোনো লেশ নেই। পাশাপাশি এই গায়িকা লিখেছেন, ‘আমি নারী, অন্তঃসত্ত্বা নই। পেটে তখন টেকিলা ছিল।’
ভিডিওতে এমন রূপে ধরা দিয়েছেন শিবানি
২০১৭ সালে ফারহানের সঙ্গে তার স্ত্রী আধুনা ভবানির বিচ্ছেদ হয়। তারপর শিবানির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ‘রক অন’ অভিনেতা। ভারতীয় টেলিভিশন জগতের খুব পরিচিত নাম শিবানি। তিনি গানের পাশাপাশি শো উপস্থাপনাও করেন। ফারহান ও তার পরিচয় ২০১৫ সালে। সেই বছর শিবানি আই ক্যান ডু দ্যাট’ নামে রিয়েলিটি শো-তে যোগ দেন। সেই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ফারহান।