মোঃ ফিরোজ খান :
মাদক সেবনের সূচনার আগমনে
দূরন্ত দীপ জ্বলে উঠে অদ্ভুদ গর্জনে
সমস্ত শরীরে শিহরণজেগে ওঠে
শরীরের অস্থি মজ্জা হতে গর্জে গর্জে।
তুফান উঠায় মানবের মনে রক্ত ক্ষরণে
আবেগে গেয়ে উঠে মন যুদ্ধের সংগীত
এ যেনো এক অসাধ্য সাধনের ইঙ্গিত
তবু কেন পরাজয় দেখি জীবনের ক্ষণে।
বিজয় চলে যায় কালো মেঘে হারিয়ে
আর কত হবে দেখা মাদকের সাথে?
আমি জেনেছি বিষন্নতা বড় একা লাগে
কত ইঙ্গিত দেখি স্বাধীন বাংলার বুকে।
মাদকের দাবানলে যুবক জ্বলছে ধুঁকে ধুঁকে
যুবকের যৌবনের ঝলক-মরে শুধু শোকে
সিন্ডিকেটে কুট চালে কত নেশা, কত ছলে
চুপে চুপে যুবক যুবতী অন্ধকারে জ্বলে।
জাতির স্বপ্নেরা নিভে যাচ্ছে প্রভাত লগনে
চৌদিকে কালো মেঘের খেলা চলে গগনে
লাল-সবুজের আঁচলে আজ অনন্ত বিরহ
মাদকের করাল গ্রাসে যুবারা ঝরছে অহরহ।
ওহে এখনই সময় জেগে ওঠো সূর্যদয়ে
নতুবা ভেঙ্গে যাবে স্বপ্ন অচেনা অন্ধকারে
সুস্থ্য সবল ডানা মেলে দাও সুখের পবনে
ওহে গর্জে ওঠো তুমি জাতির কল্যানে।
লাল-সবুজের বনে বনে পুবালী বাতাসে
মাদক যে আজ ভয়ঙ্কর ব্যাকুলতায় ভাসে
মাদকের ছোবলে বিষাক্ত নয় রক্ত শিরা
তুমি হবে স্বাধীন বাংলার উজ্জ্বল তারা।
Facebook Comments Box