ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে এক মুসল্লির মৃত্যু হয়েছে। ইজতেমার দ্বিতীয় পর্বে এই প্রথম কোনো মুসল্লি মারা গেলেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি মারা যান।
দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমার নিজামুদ্দিন মারকাজের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করে বলেন, মারা যাওয়া মুসল্লি খুলনা জেলা সদরের লবণচরা থানার বাঙালগলি গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে দিদার তরফদার (৫৫)।
জানা যায়, বিশ্ব ইজতেমার ৪১ নম্বর খিত্তায় অবস্থানকারী মুসল্লি দিদার তরফদার বৃহস্পতিবার মধ্যরাতে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।