রুখসানা রিমি:
নিজেকে নিয়ে এত গর্ব এত অহংকার
কবি কী আছে তোমার মাঝে
কী এমন সৃষ্টি আছে কাজে
যা থাকলে মানুষকে মানুষ বলা চলে
তার বাইরে কী আছে তোমার সত্তায়
কী এমন আলো ছড়িয়েছো দুনিয়ায়
যাতে মানুষ তোমায় খুঁজবে
কী এমন শান্তি আবিষ্কার করেছো
যাতে বাতাস তোমায় মনে রাখবে
জগতের ভালবাসা সেতো পদ্মের পানি
ক্ষণিকে গড়ায় ক্ষণিকে শুকায়
স্বার্থের ভালবাসা নিয়ে
এত তুষ্ট হওয়ার কী আছে কবি
তার চেয়ে ফিরে যাও বোধের অরণ্যে
নিমগ্ন হও প্রকৃতির মমতায়
প্রকৃতিই তোমায় প্রেম দেবে একদিন…
Facebook Comments Box