ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার যাত্রীর কাছে থেকে বিপুল পরিমাণ ‘টাপেন্টাডল’ মাদক উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ।
গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০টায় এসব মাদক উদ্ধার করা হয়।
ওই চারজনকে আটক করা হয়েছে। তারা হলেন মো. ফারুক, আশিক সাইফ, আবদুল সোবহান, হৃদয় ইসলাম ওরফে রাজু।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।
বুধবার রাতে তিনি বলেন, ‘বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ‘টাপেন্টাডল’ মাদক জব্দ করা হয়েছে।