ফাইল ছবি
অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী। পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান তিনি।
গ্রেফতারদের মধ্যে মুন্সিগঞ্জ সদর চর সন্তোষপুর এলাকার আব্দুল লতিফের ছেলে মো. শরীফ (৩৮), নারায়ণগঞ্জ আমলাপাড়ার মজিবুর রহমানের ছেলে তাওহীদুল ইসলাম (৩৮), সৈয়দপুর আজগর আলীর ছেলে মো. বাবুল (৪০), শহীদ নগর তৌহিদ হোসেনের ছেলে মো. মাসুদ রানা (৩৬), সোনারগাঁয়ের সাতভাইয়া পাড়ার মো. লোকমানের ছেলে রাজু আহম্মেদ (৩৩), তাজপুর এলাকার খোকন মিয়ার স্ত্রী লাবলী বেগম (৩৫), একই এলাকার মৃত মোকসেদ আলীর ছেলে খোকন মিয়া (৪০) ও নারায়ণগঞ্জ চাষাড়ার নবী হোসেনের ছেলে তাওহীদ ইসলাম।