ফাইল ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৭৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার সকালে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৭৪ জনকে গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১২৭৬৯ পিস ইয়াবা, ৩৮ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১৫০ গ্রাম ৫৪ পুরিয়া হেরোইন, ৮৪৩ বোতল ফেনসিডিল এবং ১২ পিস নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।