ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
বুধবার দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মেহেদী হাসান বলেন, বুধবার দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে পাঁচজনকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলো- রনি (৫০), আবিদ খান হৃদয় (২৫), অনিক হোসেন আবির (১৮), হোসেন আলী (২৫) ও আসমা (৩৫)।
তাদের মধ্যে মাদক মামলায় তিনজন এবং দ্রুত বিচার আইনে দুজন গ্রেফতার হয়।
আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।