সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : কুড়িগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ ২২-বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ সোনাহাট কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য পাচারের তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে বিজিবির একটি টহলদল বাংলাদেশের অভ্যন্তরে জিরো লাইনের নিকট কৌশলগত অবস্থান গ্রহণ করে। এসময় ১৪০ বোতল বিদেশী মদ উদ্ধার করে এবং মাদক পাচারের ব্যবসায়ীরা সটকে পড়ে়।
এদিকে, ২২-বিজিবি ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার দুপুরে জানায়, কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে গত এপ্রিল মাস থেকে জুলাই পর্যন্ত ৪ মাসে ভারত হতে পাচার হয়ে আসা বিপুল পরিমাণে মাদকদ্রব্য এবং চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়েছে কুড়িগ্রাম ২২-বিজিবি। বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহববু-উল-হকের নির্দেশে গত ১ এপ্রিল ২০২৫ হতে ৩১ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত বিভিন্ন মাদক জব্দ করা হয় যার আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ২৭ লাখ ৩৯ হাজার ৬৫৪ টাকা। এতে ভারতীয় মদ ১ হাজার ২৮৫ বোতল, গাঁজা ১০৮ দশমিক ৫ কেজি, ইয়াবা ৭ হাজার ৬৯৮ পিচ।মাদক সংশ্লিষ্ট চোরাকারবারী ১৪ জনকে গত ৪ মাসে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে ২২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব উল হক জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বনে এ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।