বিনোদন ও খেলা দেখার নতুন অভিজ্ঞতা দিতে ২০২২ টিভি লাইনআপ উন্মোচন করলো স্যামসাং

[ঢাকা, সেপ্টেম্বর ২১, ২০২২] বিশ্বের সাথে তাল মিলিয়ে ক্রেতাদের টিভি দেখার অভাবনীয় অভিজ্ঞতা প্রদানে দেশের বাজারে ভিন্ন সেগমেন্ট ও আকারের টিভি লাইন-আপ উন্মোচনের ঘোষণা দিয়েছে স্যামসাং বাংলাদেশ। স্যামসাংয়ের ২০২২ মডেলের টিভিগুলোতে অত্যাধুনিক প্রযুক্তি, স্মার্ট ফিচার ও উদ্ভাবনী ডিজাইন রয়েছে। উন্মোচন অনুষ্ঠানটি গুলশান-১ এ অবস্থিত বিটিআইয়ের স্মার্টপ্লাজায় অনুষ্ঠিত হয়। ক্রেতাদের ঘরে টিভির ভূমিকাকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ স্যামসাং, অনুষ্ঠানে স্যামসাং এর এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

 

ক্রেতাদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী পণ্যের উদ্ভাবন ও উন্নয়নের ওপর নিজেদের যাত্রার শুরু থেকেই গুরুত্বারোপ করে আসছে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশ। এক্ষেত্রে, আরও একধাপ এগিয়ে স্যামসাং এবার দেশের বাজারে নিয়ে এসেছে- নেক্সট জেনারেশন বি সিরিজ টিভি রেঞ্জের অত্যাধুনিক নিও কিউএলইডি এবং কিউএলইডি টেলিভিশন মডেল।

 

বিভিন্ন সেগমেন্টের অধীনে নতুন সিরিজের টিভিগুলোর বেশ কিছু মডেল রয়েছে । এগুলো হলো: নিও কিউএলইডি ৮কে মডেলের কিউএন৯০০বি (৮৫ ইঞ্চি) এবং কিউএন৮০০বি (৭৫ ইঞ্চি); কিউএলইডি ৪কে টিভি মডেলের কিউ৭০বি (৭৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি ও ৫৫ ইঞ্চি) এবং কিউ৬০বি (৭৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি ও ৫৫ ইঞ্চি); লাইফস্টাইল টিভি মডেল ফ্রেম ( ৫৫ ইঞ্চি) এবং সেরিফ ( ৫০ ইঞ্চি), ডায়নামিক ক্রিস্টাল ইউএইচডি ৪কে মডেলের বিইউ৮০০০ (৮৫ ইঞ্চি, ৭৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৫০ ইঞ্চি ও ৪৩ ইঞ্চি)।

 

এ টেলিভিশনের মূল ফিচারগুলোর মধ্যে রয়েছে- মোশন অ্যাকসেলেরেটর, ডায়নামিক ক্রিস্টাল কালার, বিল্ট-ইন আইওটি হাব এবং মাল্টিপল ভয়েস অ্যাসিসট্যান্ট। এছাড়াও, টিভিগুলোতে অনন্য ফিচার হিসেবে ব্যবহার করা হয়েছে- কোয়ান্টাম ম্যাট্রিক্স টেকনোলোজি প্রো (কোয়ান্টাম মিনি এলইডি), শেইপ অ্যাডাপ্টিভ লাইট কন্ট্রোল, নিউরাল কোয়ান্টাম প্রসেসর ৮কে উইথ রিয়েল ডেপথ এনহ্যান্সার, আইকমফোর্ট মোড, কোয়ান্টাম এইচডিআর ৬৪এক্স, ডলবি অ্যাটমোস, ওটিএস প্রো উইথ ৩ লেয়ার, কিউ সিম্ফোনি, স্পেইসফিট সাউন্ড, স্মার্ট হাব, বিক্সবি ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ইনফিনিটি স্ক্রিন, সোলারসেল রিমোট এবং মডেল-নির্দিষ্ট আরও অনেক ফিচার। এ ফিচারগুলোর অভূতপূর্ব উন্নয়নের সাথে প্রযুক্তির অনন্য সমন্বয়ের মাধ্যমে স্যামসাং নিয়ে এসেছে নতুন বি সিরিজের টিভি লাইন-আপ, যা ক্রেতাদের লাইফস্টাইলের মানোন্নয়নে ভূমিকা রাখবে।

 

এ বিষয়ে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকসের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “বিগত বছরগুলোতে সবার জন্য টেলিভিশন ব্যবহারের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে যুগান্তকারী প্রযুক্তি ও অনন্য সব চিন্তার প্রতিফলন ঘটাচ্ছে স্যামসাং। বিস্তৃত পরিসরে ক্রেতাদের চাহিদা পূরণ করাই স্যামসাংয়ের মূল লক্ষ্য। নতুন বি সিরিজের টেলিভিশনগুলোয় আমাদের উদ্ভাবনী ফিচারগুলোর সমন্বয় ঘটেছে, যা ক্রেতাদের ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে সহায়ক হবে।”

 

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» যমুনা অভিমুখে প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

» জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করা হবে: আসিফ মাহমুদ

» নবীর আদর্শ মনে প্রাণে ধারণ করে জীবন গঠন হবে ….. জেলা প্রশাসক নরসিংদী 

» ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের উত্তরা ক্যাম্পাসে ইয়াং লার্নার ইংলিশ লার্নিং সেন্টার-এর নতুন শাখা চালু করল ব্রিটিশ কাউন্সিল

» ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অধীনে ব্র্যাক ব্যাংকের দেশব্যাপী আর্থিক সাক্ষরতা প্রোগ্রাম আয়োজন

» নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে মাদক কারবারি স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৩

» শিশুকে গলা কেটে হত্যা, মা গ্রেপ্তার

» জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে : আমীর খসরু

» রেকর্ড সোয়া ১৮ কোটি টাকায় বিক্রি হলো মেসির রুকি কার্ড

» বাগেরহাটে হরতাল প্রত্যাহার, নতুন কর্মসূচি ঘোষণা

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিনোদন ও খেলা দেখার নতুন অভিজ্ঞতা দিতে ২০২২ টিভি লাইনআপ উন্মোচন করলো স্যামসাং

[ঢাকা, সেপ্টেম্বর ২১, ২০২২] বিশ্বের সাথে তাল মিলিয়ে ক্রেতাদের টিভি দেখার অভাবনীয় অভিজ্ঞতা প্রদানে দেশের বাজারে ভিন্ন সেগমেন্ট ও আকারের টিভি লাইন-আপ উন্মোচনের ঘোষণা দিয়েছে স্যামসাং বাংলাদেশ। স্যামসাংয়ের ২০২২ মডেলের টিভিগুলোতে অত্যাধুনিক প্রযুক্তি, স্মার্ট ফিচার ও উদ্ভাবনী ডিজাইন রয়েছে। উন্মোচন অনুষ্ঠানটি গুলশান-১ এ অবস্থিত বিটিআইয়ের স্মার্টপ্লাজায় অনুষ্ঠিত হয়। ক্রেতাদের ঘরে টিভির ভূমিকাকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ স্যামসাং, অনুষ্ঠানে স্যামসাং এর এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

 

ক্রেতাদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী পণ্যের উদ্ভাবন ও উন্নয়নের ওপর নিজেদের যাত্রার শুরু থেকেই গুরুত্বারোপ করে আসছে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশ। এক্ষেত্রে, আরও একধাপ এগিয়ে স্যামসাং এবার দেশের বাজারে নিয়ে এসেছে- নেক্সট জেনারেশন বি সিরিজ টিভি রেঞ্জের অত্যাধুনিক নিও কিউএলইডি এবং কিউএলইডি টেলিভিশন মডেল।

 

বিভিন্ন সেগমেন্টের অধীনে নতুন সিরিজের টিভিগুলোর বেশ কিছু মডেল রয়েছে । এগুলো হলো: নিও কিউএলইডি ৮কে মডেলের কিউএন৯০০বি (৮৫ ইঞ্চি) এবং কিউএন৮০০বি (৭৫ ইঞ্চি); কিউএলইডি ৪কে টিভি মডেলের কিউ৭০বি (৭৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি ও ৫৫ ইঞ্চি) এবং কিউ৬০বি (৭৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি ও ৫৫ ইঞ্চি); লাইফস্টাইল টিভি মডেল ফ্রেম ( ৫৫ ইঞ্চি) এবং সেরিফ ( ৫০ ইঞ্চি), ডায়নামিক ক্রিস্টাল ইউএইচডি ৪কে মডেলের বিইউ৮০০০ (৮৫ ইঞ্চি, ৭৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৫০ ইঞ্চি ও ৪৩ ইঞ্চি)।

 

এ টেলিভিশনের মূল ফিচারগুলোর মধ্যে রয়েছে- মোশন অ্যাকসেলেরেটর, ডায়নামিক ক্রিস্টাল কালার, বিল্ট-ইন আইওটি হাব এবং মাল্টিপল ভয়েস অ্যাসিসট্যান্ট। এছাড়াও, টিভিগুলোতে অনন্য ফিচার হিসেবে ব্যবহার করা হয়েছে- কোয়ান্টাম ম্যাট্রিক্স টেকনোলোজি প্রো (কোয়ান্টাম মিনি এলইডি), শেইপ অ্যাডাপ্টিভ লাইট কন্ট্রোল, নিউরাল কোয়ান্টাম প্রসেসর ৮কে উইথ রিয়েল ডেপথ এনহ্যান্সার, আইকমফোর্ট মোড, কোয়ান্টাম এইচডিআর ৬৪এক্স, ডলবি অ্যাটমোস, ওটিএস প্রো উইথ ৩ লেয়ার, কিউ সিম্ফোনি, স্পেইসফিট সাউন্ড, স্মার্ট হাব, বিক্সবি ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ইনফিনিটি স্ক্রিন, সোলারসেল রিমোট এবং মডেল-নির্দিষ্ট আরও অনেক ফিচার। এ ফিচারগুলোর অভূতপূর্ব উন্নয়নের সাথে প্রযুক্তির অনন্য সমন্বয়ের মাধ্যমে স্যামসাং নিয়ে এসেছে নতুন বি সিরিজের টিভি লাইন-আপ, যা ক্রেতাদের লাইফস্টাইলের মানোন্নয়নে ভূমিকা রাখবে।

 

এ বিষয়ে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকসের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “বিগত বছরগুলোতে সবার জন্য টেলিভিশন ব্যবহারের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে যুগান্তকারী প্রযুক্তি ও অনন্য সব চিন্তার প্রতিফলন ঘটাচ্ছে স্যামসাং। বিস্তৃত পরিসরে ক্রেতাদের চাহিদা পূরণ করাই স্যামসাংয়ের মূল লক্ষ্য। নতুন বি সিরিজের টেলিভিশনগুলোয় আমাদের উদ্ভাবনী ফিচারগুলোর সমন্বয় ঘটেছে, যা ক্রেতাদের ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে সহায়ক হবে।”

 

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com