ফাইল ছবি
অনলাইন ডেস্ক : কৃষকের ধান কাটতে গিয়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে সুলতান মিয়া (৫৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
আজ সকালে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের টেপুরগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে ওই এলাকায় ধান কাটতে যান সুলতান মিয়া। ধান কাটার সময় বাঁশের খুঁটিতে লেগে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।