বিদেশ ঘুরে দেশে মুক্তি পাচ্ছে মেহজাবীনের ‘সাবা’

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  বিদেশের বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’ মুক্তি পাচ্ছে এবার দেশের মাটিতে।

 

সিনেমার পরিচালক মাকসুদ হোসাইন জানিয়েছেন, সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরে মুক্তি পেতে পারে ‘সাবা’। তবে মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

তিনি বলেন, “অবশেষে দেশের মানুষকে ‘সাবা’ সিনেমার গল্পটা দেখাতে প্রস্তুত। আমরা অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম দেশে কবে সিনেমাটি মুক্তি দেওয়া যায়। এটা আমাদের দেশের গল্প, খুব ইমোশনাল একটা গল্প। আন্তর্জাতিকভাবে বেশ কয়েকটি উৎসবে প্রশংসা পেয়েছে। এবার দেশের মানুষ গল্পটি কীভাবে নেয় সেটি দেখার অপেক্ষায়।”

 

ফেইসবুকে এক পোস্টে মেহজাবীন চৌধুরী লিখেছেন, “স্বপ্নের মত এক যাত্রায় টরন্টো, বুসান, রেড সি, গথেনবার্গ, সিডনি, রেইনডান্সসহ আরও অনেক উৎসব ঘুরে, সারা বিশ্বের দর্শকের ভালোবাসা নিয়ে ‘সাবা’ এখন প্রস্তুত নিজের মানুষদের সঙ্গে দেখা করার জন্য।”

 

মন্তব্যের ঘরে দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে মেহজাবীন আরও লিখেছেন, “‘সাবা’ কোন দিন মুক্তি দেওয়া উচিত, ২৬ সেপ্টেম্বর নাকি ৩ অক্টোবর?”

 

‘সাবা’ সিনেমার গল্প সাবা এবং তার মাকে কেন্দ্র করে। বাবা নিখোঁজ হওয়ায় সাবা তার অসুস্থ মা শিরিনের একমাত্র অবলম্বন, যিনি হৃদযন্ত্রের জটিলতায় ভুগছেন। মা ও মেয়ে বাস করেন নিজস্ব আলাদা জগতে। একসময় মা-মেয়ের সম্পর্কের মধ্যে আসেন অঙ্কুর নামের এক তরুণ, যাকে কেন্দ্র করে সাবার জীবনের বাঁক বদল হয়।

 

সিনেমায় সাবা হয়েছেন মেহজাবীন, তার মা শিরিনের চরিত্রটি রোকেয়া প্রাচী করেছেন। অঙ্কুর চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার।

 

আন্তর্জাতিক অঙ্গনে ‘সাবার’ যাত্রা শুরু হয় টরন্টো চলচ্চিত্র উৎসব দিয়ে। পরে সিনেমাটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, গোথেনবার্গ চলচ্চিত্র উৎসব, ওসাকা, ডালাস চলচ্চিত্র উৎসবসহ একাধিক উৎসবে জায়গা করে নিয়েছেন।

 

চলতি বছরের মার্চ মাসে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা প্রতিযোগিতা বিভাগে তৃতীয় পুরস্কার পেয়েছে ‘সাবা’।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» সুপ্রভাত বিষন্নতা

» প্রয়োজন ৩০ বিলিয়ন ডলার, ২ বিলিয়ন আনতেই ‘জান বের হয়ে যায়’

» পরাজয়ের আশঙ্কা থেকে একটি গোষ্ঠী সাইবার অ্যাটাক দিচ্ছে : ছাত্রদল

» শ্বাসকষ্ট বেড়েছে নুরের, হাসপাতালে ভিড় না করার অনুরোধ

» বিশেষ অভিযানে মোট ১ হাজার ৬৭৭ জন গ্রেফতার

» ট্রাম্পের ‘শেষ সতর্কবার্তার’ পর আলোচনায় আগ্রহী হামাস

» ডাকসু নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই: ডিএমপি

» আজানের মতো ইকামতেরও কি জবাব দিতে হয়?

» সারাদেশে ৩৩ হাজার মণ্ডপে হবে দুর্গাপূজা : স্বরাষ্ট্র উপদেষ্টা

» নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলা: গ্রেফতার আরও ৪

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিদেশ ঘুরে দেশে মুক্তি পাচ্ছে মেহজাবীনের ‘সাবা’

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  বিদেশের বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’ মুক্তি পাচ্ছে এবার দেশের মাটিতে।

 

সিনেমার পরিচালক মাকসুদ হোসাইন জানিয়েছেন, সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরে মুক্তি পেতে পারে ‘সাবা’। তবে মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

তিনি বলেন, “অবশেষে দেশের মানুষকে ‘সাবা’ সিনেমার গল্পটা দেখাতে প্রস্তুত। আমরা অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম দেশে কবে সিনেমাটি মুক্তি দেওয়া যায়। এটা আমাদের দেশের গল্প, খুব ইমোশনাল একটা গল্প। আন্তর্জাতিকভাবে বেশ কয়েকটি উৎসবে প্রশংসা পেয়েছে। এবার দেশের মানুষ গল্পটি কীভাবে নেয় সেটি দেখার অপেক্ষায়।”

 

ফেইসবুকে এক পোস্টে মেহজাবীন চৌধুরী লিখেছেন, “স্বপ্নের মত এক যাত্রায় টরন্টো, বুসান, রেড সি, গথেনবার্গ, সিডনি, রেইনডান্সসহ আরও অনেক উৎসব ঘুরে, সারা বিশ্বের দর্শকের ভালোবাসা নিয়ে ‘সাবা’ এখন প্রস্তুত নিজের মানুষদের সঙ্গে দেখা করার জন্য।”

 

মন্তব্যের ঘরে দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে মেহজাবীন আরও লিখেছেন, “‘সাবা’ কোন দিন মুক্তি দেওয়া উচিত, ২৬ সেপ্টেম্বর নাকি ৩ অক্টোবর?”

 

‘সাবা’ সিনেমার গল্প সাবা এবং তার মাকে কেন্দ্র করে। বাবা নিখোঁজ হওয়ায় সাবা তার অসুস্থ মা শিরিনের একমাত্র অবলম্বন, যিনি হৃদযন্ত্রের জটিলতায় ভুগছেন। মা ও মেয়ে বাস করেন নিজস্ব আলাদা জগতে। একসময় মা-মেয়ের সম্পর্কের মধ্যে আসেন অঙ্কুর নামের এক তরুণ, যাকে কেন্দ্র করে সাবার জীবনের বাঁক বদল হয়।

 

সিনেমায় সাবা হয়েছেন মেহজাবীন, তার মা শিরিনের চরিত্রটি রোকেয়া প্রাচী করেছেন। অঙ্কুর চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার।

 

আন্তর্জাতিক অঙ্গনে ‘সাবার’ যাত্রা শুরু হয় টরন্টো চলচ্চিত্র উৎসব দিয়ে। পরে সিনেমাটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, গোথেনবার্গ চলচ্চিত্র উৎসব, ওসাকা, ডালাস চলচ্চিত্র উৎসবসহ একাধিক উৎসবে জায়গা করে নিয়েছেন।

 

চলতি বছরের মার্চ মাসে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা প্রতিযোগিতা বিভাগে তৃতীয় পুরস্কার পেয়েছে ‘সাবা’।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com