বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরসূরিদের জন্য সবসময় কাজ করে এবং আজীবন তাদের পাশে থাকবে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাকিল আহমেদ। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির সূর্যসন্তান। তাদের ঋণ কোনো কিছু দিয়েই শোধ করা যাবে না।
বুধবার (২১ ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ দিবস-২০২২ উপলক্ষে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দিবসটি উপলক্ষে দ্বিতীয় দিনে (বিজিবি) মহাপরিচালকের বিশেষ দরবার, পদক ও পুরস্কার প্রদান এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজিবিতে বীরত্ব ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য পদক ও পুরস্কার প্রদান করা হয়।
মহাপরিচালক বলেন, বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারবর্গের বয়স বিবেচনা করে এবং আসা যাওয়ার সুবিধার্থে এবার সব মুক্তিযোদ্ধাকে অঞ্চলভিত্তিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
বিজিবি ডিজি বলেন, বর্তমান সরকার চাকরির ক্ষেত্রেও মুক্তিযোদ্ধাদের সন্তান এবং তাদের উত্তরসূরিদের অগ্রাধিকার দিয়ে আসছে। একইভাবে বর্ডার গার্ড বাংলাদেশে চাকরির ক্ষেত্রেও বীর মুক্তিযোদ্ধাদের পরিবার এবং উত্তরসূরিদের অগ্রাধিকার দেওয়া হবে।
দরবার শেষে বিজিবিতে বীরত্বপূর্ণ এবং কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ অফিসারসহ মোট ৫৬ জন বিজিবি সদস্যসহ বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন মেডেল তুলে দেওয়া হয়। অসাধারণ কৃতিত্ব অর্জনকারী সর্বমোট ৩২ জনকে ব্যক্তিগত পুরস্কার ও চারটি শ্রেষ্ঠ ব্যাটালিয়নকে ট্রফি, ৬৪ জনকে মহাপরিচালকের অপারেশনাল ও প্রশাসনিক প্রশংসাপত্র (ইনসিগনিয়াসহ), চারজনকে অনারারি সুবেদার মেজর হতে অনারারি সহকারী পরিচালক এবং চারজনকে অনারারি সহকারী পরিচালক থেকে অনারারি উপপরিচালক পদে পদোন্নতি প্রদান করে তাদের র্যাংক ব্যাজ পরিধান করানো হয়।