সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি তরুণদের সংগঠন “বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)”-এর সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টার কমিটি কতৃক অনুষ্ঠিত হলো “বিয়াম সিটি ইউনিভার্সিটি ফুটসাল টুর্নামেন্ট-২০২৫”।
দিনব্যাপী জমজমাট এই টুর্নামেন্টের ফাইনালে লিংকন ইউনিভার্সিটিকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম)।
বাংসার সিটিতে অবস্থিত কমপ্লেক্স সুকান মাঠে সকাল ৭টায় শুরু হওয়া এই টুর্নামেন্টে স্বাগতিক সিটি ইউনিভার্সিটি, মাহসা ইউনিভার্সিটি, লিংকন ইউনিভার্সিটি এবং আইআইইউএম সহ সর্বমোট চারটি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সর্বমোট ৬টি ম্যাচ নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন বিয়াম প্রেসিডেন্ট বশির ইবনে জাফর, পিনাকল ফুডস-এর মার্কেটিং ম্যানেজার জনাব মুরাদ, হেড অব মার্কেটিং জনাব তাহসিন।
শিরোপা প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিয়াম সিটি ইউনিভার্সিটির চ্যাপ্টার প্রেসিডেন্ট এমডি রফিকুল ইসলাম, স্পোর্টস সেক্রেটারি জাহিদুল ইসলাম, বিয়াম লিংকন ইউনিভার্সিটির চ্যাপ্টার প্রেসিডেন্ট ফাইজা হুমাইরা, সেক্রেটারি আরমান মজুমদার, বিয়াম মাহসা ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট সামিন শাহরিয়ার রাজিন, সেক্রেটারি তৌফিকুর রহমান মাহফুজ সহ প্রতিটি চ্যাপ্টার কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সূএ: বাংলাদেশ প্রতিদিন