সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই অপরাধীদের বিচার, সংস্কার ও নতুন সংবিধানের জন্য রাজপথে নেমেছি। জুলাই সনদ ঘোষণার মাধ্যমে সব দাবি বাস্তবায়ন করা হবে। আগামী ৩ আগস্ট আমরা শহীদ মিনারে জমায়েত হব জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায়ের জন্য।
শুক্রবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সিলেট হবে জাতীয় নাগরিক পার্টির দুর্গ। এখান থেকে বিভিন্ন আন্দোলন হয়েছিল। আপনারা সাহসিকতার সঙ্গে জুলাইয়ে লড়াই করেছেন। যারা শহীদ হয়েছেন তাদের রক্তের শপথ নিয়ে সিলেট এসেছি। সিলেটিরা আগামীতে নীতিনির্ধারণের অংশ হবে।
তিনি বলেন, সিলেটে প্রবাসীরাও গণঅভ্যুত্থানে সহযোগিতা করেছেন। সিলেটের ভাষার মর্যাদাসহ এ অঞ্চলের তেল ও গ্যাসকে কাজে লাগাতে হবে।
এনসিপি মহানগর আহ্বায়ক আবু সাদেক মো. খায়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক অর্পিতা শ্যামা দেব, মুখ্য সংগঠক আবু বাকের মজুমদার, সিলেটের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান প্রমুখ।
সিলেটের সমাবেশের আগে সুনামগঞ্জ থেকে কর্মসূচি শেষ করে এনসিপি নেতারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পদযাত্রা করেন।