সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপি নেতা শামসুজ্জামান দুদুকে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে একটি মন্তব্য করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “এত কিছু না করে বিগত ১৬ বছরে দুদু ভাই একটা গণপ্রস্রাব কর্মসূচির ডাক দিলেই পারতো!”
এই মন্তব্যের মাধ্যমে সারজিস আলম মূলত বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর একটি বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া করেছেন। উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডে শামসুজ্জামান দুদুকে উদ্ধৃত করে বলা হয়েছে, “যদি বিএনপি কর্মীরা একসাথে প্রস্রাব করে তাহলে সেই প্রস্রাবের তোড়ে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে।
সারজিস আলম তার পোস্টের কমেন্ট সেকশনে ওই ফটোকার্ডটিও শেয়ার করেন, যা প্রমাণ করে যে, তিনি দুদুর বক্তব্যের জবাব হিসেবেইে এ মন্তব্যটি করেছেন।