বিএসইসির পরিচালক মোহতাছিন বিল্লাহ গ্রেফতার

ফাইল ছবি

 

ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর বাউফলে পুলিশ অভিযান চালিয়ে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লাহকে গ্রেফতার করেছে। শুক্রবার  ভোরে এই পুলিশি অভিযান চালানো হয়। গ্রেফতার মোহতাছিন বিল্লাহ বিএসইসি ভবনে হট্টগোল এবং চেয়ারম্যানসহ কমিশনারদের অবরুদ্ধ করার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত।

রাজধানীর শেরেবাংলা নগর থানার ওসি আবদুল কাইয়ুম বলেন, গ্রেফতারের পর শুক্রবার দুপুরে তাকে ঢাকায় আনা হয়। এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় এজাহারভুক্ত ১৬ আসামির বাকি ১৫ জনই জামিনে রয়েছেন।

শেরেবাংলা নগর থানার এসআই সামিউল হক শিপন সমকালকে বলেন, বিএসইসির কমিশনারদের সঙ্গে অশোভন আচরণ ও অরাজকতার অভিযোগে ৬ মার্চ চেয়ারম্যানের গানম্যান আশিকুর রহমান বাদী হয়ে মামলা করেন। সেখানে ১৬ জনের নাম উল্লেখসহ আরও অনেককে অজ্ঞাত আসামি করা হয়।

 

পুলিশ সূত্র জানায়, গত ৪ মার্চ রাতে হঠাৎ বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আদেশ জারি করা হয়। সাইফুর বিএসইসির অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনেরও সভাপতি। পরদিন সকালে এ খবর শুনে কিছু কর্মকর্তা বিক্ষুব্ধ হন। যদিও কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের আগস্টে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিডি) করে কমিশন। এরপরও সেদিন এ নিয়ে নজিরবিহীন বিক্ষোভ হয়। প্রথমে সকাল ১১টায় কমিশনের কিছু কর্মকর্তা বিএসইসি ভবনের ছয়তলায় জড়ো হয়ে হট্টগোল শুরু করেন।

 

একপর্যায়ে তারা পাঁচতলায় চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে তাদের পদত্যাগ দাবি করেন। এ সময় বিক্ষোভকারীরা ওই তলায় প্রবেশের সব রাস্তা বন্ধ করে দেন। কমিশন কার্যালয়ের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ও মূল ফটক বন্ধ করে দেন। পুলিশকে খবর দিলে তারা ঢুকতে পারেনি। পরে সেনাবাহিনীর একটি দল এসে বিক্ষুব্ধ কর্মকর্তাদের ওপর  লাঠিচার্জ করে। এতে অন্তত পাঁচ কর্মকর্তাসহ সাতজন আহত হন। শেষে সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় বিএসইসির চেয়ারম্যান ও কমিশনাররা ভবন ত্যাগ করেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» হেলিকপ্টারে মাগুরা যাওয়া নিয়ে সারজিস বললেন ‘সিট খালি ছিল’

» শাবিতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

» হত্যার ঘটনায় তিনজন গ্রেফতার

» রাজশাহী স্টেশনে ধূমকেতু ও বাংলাবান্ধা এক্সপ্রেসের সংঘর্ষ

» ৫ ছিনতাইকারী আটক

» শিক্ষক ও কর্মকর্তাদের শূন্য পদে দ্রুতই নিয়োগ দেবে সরকার

» রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব

» দুই অসহায় এতিম শিশুদের দায়িত্ব নিলেন তারেক রহমান

» ৯০ দিনের মধ্যেই ধর্ষণের বিচার হতে হবে, ৯১ দিন হলেও মানব না : জামায়াতের আমির

» গার্মেন্টস কর্মী ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিএসইসির পরিচালক মোহতাছিন বিল্লাহ গ্রেফতার

ফাইল ছবি

 

ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর বাউফলে পুলিশ অভিযান চালিয়ে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লাহকে গ্রেফতার করেছে। শুক্রবার  ভোরে এই পুলিশি অভিযান চালানো হয়। গ্রেফতার মোহতাছিন বিল্লাহ বিএসইসি ভবনে হট্টগোল এবং চেয়ারম্যানসহ কমিশনারদের অবরুদ্ধ করার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত।

রাজধানীর শেরেবাংলা নগর থানার ওসি আবদুল কাইয়ুম বলেন, গ্রেফতারের পর শুক্রবার দুপুরে তাকে ঢাকায় আনা হয়। এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় এজাহারভুক্ত ১৬ আসামির বাকি ১৫ জনই জামিনে রয়েছেন।

শেরেবাংলা নগর থানার এসআই সামিউল হক শিপন সমকালকে বলেন, বিএসইসির কমিশনারদের সঙ্গে অশোভন আচরণ ও অরাজকতার অভিযোগে ৬ মার্চ চেয়ারম্যানের গানম্যান আশিকুর রহমান বাদী হয়ে মামলা করেন। সেখানে ১৬ জনের নাম উল্লেখসহ আরও অনেককে অজ্ঞাত আসামি করা হয়।

 

পুলিশ সূত্র জানায়, গত ৪ মার্চ রাতে হঠাৎ বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আদেশ জারি করা হয়। সাইফুর বিএসইসির অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনেরও সভাপতি। পরদিন সকালে এ খবর শুনে কিছু কর্মকর্তা বিক্ষুব্ধ হন। যদিও কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের আগস্টে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিডি) করে কমিশন। এরপরও সেদিন এ নিয়ে নজিরবিহীন বিক্ষোভ হয়। প্রথমে সকাল ১১টায় কমিশনের কিছু কর্মকর্তা বিএসইসি ভবনের ছয়তলায় জড়ো হয়ে হট্টগোল শুরু করেন।

 

একপর্যায়ে তারা পাঁচতলায় চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে তাদের পদত্যাগ দাবি করেন। এ সময় বিক্ষোভকারীরা ওই তলায় প্রবেশের সব রাস্তা বন্ধ করে দেন। কমিশন কার্যালয়ের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ও মূল ফটক বন্ধ করে দেন। পুলিশকে খবর দিলে তারা ঢুকতে পারেনি। পরে সেনাবাহিনীর একটি দল এসে বিক্ষুব্ধ কর্মকর্তাদের ওপর  লাঠিচার্জ করে। এতে অন্তত পাঁচ কর্মকর্তাসহ সাতজন আহত হন। শেষে সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় বিএসইসির চেয়ারম্যান ও কমিশনাররা ভবন ত্যাগ করেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com