নাজমুল হাসান :কুষ্টিয়ার খোকসায় এক বিএনপির নেতার বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামে সেনাবাহিনীর রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি দল এই অভিযান চালায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম, তাঁর ভাই জিল্লুর রহমান ও ভাতিজা জ্যাকি।
অভিযানে তাঁদের বাড়ি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি ও দেশীয় অস্ত্র পাওয়া যায়।
পুলিশের এজাহার সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম (৬৪), এর বসত বাড়ী খাটের নিচ হইতে ০১ (এক) টি রিভলবার ও ০৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এই সংক্রান্তে থানার মামলা নং-১৪, তারিখ-২৫-০৩-২০২৫ ইং ধারা- 19(f) The Arms Act, 1878 রুজু করা হয়।
বিশেষ অভিযান পরিচালনাকালে খোকসা থানাধীন খোকসা ওসমানপুর গ্রামস্থ ১.মোঃ জুবায়ের রহমান জ্যাকি (৩২), পিতা- মোঃ জিল্লুর রহমান, ২.মোঃ জিল্লুর রহমান (৫৯), পিতা- মৃত শাহাজাহান বিশ্বাস, উভয় গ্রাম- ওসমানপুর, থানা-খোকসা, জেলা –কুষ্টিয়া বসত বাড়ীতে (১) ০১ (এক) টি লোহার বর্ষার ফলক, যাহা লম্বা অনুমান ৯ ইঞ্চি, (২) ০১(এক) টি ছোরা কাঠের বাট যুক্ত লম্বা অনুমান ২৪ ইঞ্চি। (৩) ০৯(নয়) টি বিভিন্ন সাইজের হাসুয়া, কাঠের বাট যুক্ত। (৪) ০৩(তিন) টি চাইনিজ কুড়াল, যাহা প্রতিটি লম্বা অনুমান ২৪ ইঞ্চি, যাহা হাতল এসএস পাইপ দ্বারা তৈরী। (৫) ০২(দুই) টি চাপাতি, একটি লম্বা অনুমান ১২ ইঞ্চি বাটসহ অপরটি লম্বা অনুমান ১৩ ইঞ্চি, বাটসহ (৬) ০১(এক) টি লোহার ডেগার, কাঠের বাটযুক্ত লম্বা অনুমান ১৫ ইঞ্চি উদ্ধার করে। এই সংক্রান্তে থানায় মামলা নং-১৫, তারিখ-২৫-০৩-২০২৫ ইং ধারা-19(f) The Arms Act, 1878; রুজু করা হয়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, সেনাবাহিনীর একটি দল ওসমানপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করে। তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।