সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘বিএনপি নির্বাচন নিয়ে ধারণা নয়, সুস্পষ্ট রোডম্যাপ চায়।
তিনি বলেন, ‘সরকারের রাজনৈতিক দল গড়ার ইচ্ছা না থাকলে নির্বাচনের লক্ষ্যে প্রত্যাশিত সংস্কার এনে প্রধান উপদেষ্টার ভাষণে উল্খিলিত সময়সীমার আগেই অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব।
মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার বিকালে ময়মনসিংহের হালুয়াঘাটে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হালুয়াঘাট উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিকালে পৌর শহরের দাখিল মাদ্রাসা ময়দান থেকে হালুয়াঘাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। এমরান সালেহ প্রিন্স এতে নেতৃত্ব দেন।
শোভাযাত্রা শেষে তিনি হালুয়াঘাটের বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং ২০২৪ এ গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা এবং ২০২৪ এর ছাত্র গণবিপ্লবের আকাঙ্ক্ষা এক ও অভিন্ন। স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের পরিবর্তে আওয়ামী লীগ লুটপাট ও দুর্নীতি এবং গণতন্ত্র হরণের মধ্য দিয়ে চেতনা ও আকাঙ্ক্ষাকে নস্যাৎ করেছিল। মুক্তিযুদ্ধের বিজয়ের পর আওয়ামী লীগের কারণেই যুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই।জনগণের প্রত্যাশিত মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ সে সময় জাতি হারিয়েছিল। ২০২৪ এ বিপ্লবে ফ্যসিবাদের অবসানের পর জাতি আবার নতুন করে স্বাধীন হয়েছে। ফ্যসিবাদমুক্ত পরিবেশে বিজয় দিবসে জনগণ এবার এই স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছে।
মুক্তিযোদ্ধা সংবর্ধনায় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, কাজিম উদ্দিন, হামিদুর রহমান, শাহ আহমদ তাদের বক্তব্যে বলেন, ৫৪ বছরের ইতিহাসে এবারের মতো হালুয়াঘাটে কখনো এতো জাজমকপূর্ণ আয়োজনে বিজয় দিবস উদযাটন হয় নাই। তারা এজন্য এমরান সালেহ প্রিন্সকে ধন্যবাদ জানান।
সংবর্ধনায় বীর মুক্তিযোদ্ধাদের গায়ে শীতের গরম চাদর পড়িয়ে দেন বিএনপি নেতৃবৃন্দ।
সমাবেশ ও মিছিলে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, অরফান আলী, আলী আশরাফ, আমজাদ আলী, কাজিম উদ্দিন, আলী আশরাফ, আলমগীর আলম বিপ্লব, বিএনপি নেতা আব্দুল হাই, মোনায়েম হোসেন খান খোকন, মিজানুর রহমান, কাজী ফরিদ আহমেদ পলাশ, অধ্যাপক আশরাফুল ইসলাম, শফিকুর রহমান, রফিকুল ইসলাম, রমজান আলী, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, জেলা যুবদলের সহ-সভাপতি আবদুল আজিজ খান, তারিকুল ইসলাম চঞ্চল, হুমায়ুন কবীর, জেলা ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসিফ, জেলা ওলামা দলের সদস্য সচিব মওলানা আলী আকবর, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, সদস্য সচিব আলী আজগর, মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি সাধারণ সম্পাদক মশিউজ্জামান, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনি, সদস্য সচিব তাজবির হোসেন অন্তর প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে এমরান সালেহ প্রিন্স দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সকালে হালুয়াঘাট শহীদ স্মৃতি স্তম্ভে
পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া তিনি সকালে ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিজয় শোভাযাত্রার নেতৃত্ব দেন এবং ধোবাউড়া শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন।