লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি :বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ. এস. এম আব্দুল হালিম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপকল্প দিয়েছেন ১৯ দফা এবং ৩০ এর ভিশন, তার সাথে সবমিলিয়ে বিএনপির ৩১ দফা হচ্ছে আমাদের মুক্তির সংগ্রাম। এই ৩১ দফা হচ্ছে ক্ষমতার ভারসাম্য, এতে করে একজনের হাতে ক্ষমতা থাকবেনা, শুধুমাত্র শেখ হাসিনার হাতে একক ক্ষমতা থাকার কারনে আজকে দেশের এই অবস্থা দাঁড়িয়েছিলো, এ জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রীসহ অন্যন্য পদে সবার মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবে। তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ যতো ক্ষমতাশালী হোক না কেন, কারো রক্তচক্ষুতে আমাদের দেশ চলবেনা, বাংলাদেশ চলবে জনগণের নির্বাচিত সরকারের দ্বারা, জনগণের সিদ্ধান্ত নিয়ে। শনিবার পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুরের ইসলামপুর পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
শনিবার ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে জামালপুর জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুফিয়া বেগম, জেলা বিএনপির সহ-সভাপতি মো: নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপি সহ সভাপতি মো: হেলাল উদ্দিন,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মাহবুব আলম সরকার, আজিজুর রহমান চৌধুরী, পৌর যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান শাহিন, যুগ্ম আহŸায়ক মো: মনির খান লোহানী,সাবেক ছাত্রদল যুগ্ম আহবায়ক সোহাগ খান লোহানী,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন সুজন প্রমুখ।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোসহ জুলাই বিপ্লবের সকল শহিদের রূহের মাগফেরাত এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা ও দেশবাসীর শান্তি কামনা করে দোয়া করা হয়।