ফাইল ফটো
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি আইন মানে না, বিচার ব্যবস্থা মানে না। এটাই প্রমাণ করে তাদের মধ্যে কোনো শিষ্টাচার নেই। বিএনপির মধ্যে সবসময় একটা সন্ত্রাসী মনোভাব কাজ করে।
আজ কুষ্টিয়ায় নিজ বাসভবনে কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।
হানিফ বলেন, বিএনপিতে খালেদা জিয়ার চিকিৎসাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। উল্টো এ বিষয়টি নিয়ে রাজনৈতিক ইস্যু বানাচ্ছে তারা। অথচ এখন তাদের উচিত সবার আগে আদালতে গিয়ে বিষয়টির সুরাহা করা। এ থেকে একটা বিষয় পরিষ্কার, বিএনপি চায় না খালেদা জিয়া সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুক।
মাহবুব উল আলম হানিফ আরো বলেন, এতিমের টাকা আত্মসাৎ ছাড়াও খালেদা জিয়ার নামে আরো মামলা আছে। কিন্তু বিএনপি আদালতে তাকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। তার মানে খালেদা জিয়ার দুর্নীতির তথ্য সঠিক।
এ সময় কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি মিলন উল্লাহ, সহ-সভাপতি শেখ হাসান বেলাল, সাধারণ সম্পাদক সোহেল রানাসহ নবনির্বাচিত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।