ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ যাত্রী আহত হয়।
আজ সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাকুড় নামক স্থানে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পরিবহন বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ১৫ যাত্রী আহত হয়।
অন্যদিকে, ঢাকা-খুলনা মহাসড়কের সুনাশুর নামক স্থানে আজ সকাল ১০টার দিকে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোকে ধাক্কা দিলে দুই গাড়িই রাস্তার খাদে পড়ে গিয়ে ৫ জন আহত হয়। আহতদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।