ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে বাসচাপায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।
আজ ভোরে শিবচর উপজেলার মুন্সিবাজারে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি পিকআপ ভ্যানে ঢাকায় যাওয়ার জন্য রওনা হন বাচ্চু ও মানিক। পিকআপ ভ্যানটি এক্সপ্রেসওয়ের মুন্সিবাজার এলাকায় এসে ইঞ্জিন নষ্ট হলে পার্কিং করে রাখা হয়। এসময় চালক ও হেলপার সড়কে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দিলে বাচ্চু ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন হেলপার মানিক। খবর পেয়ে ভোর ৬টার দিকে শিবচর হাইওয়ে থানার পুলিশ মানিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাইনুল ইসলাম মাহিন বলেন, ভোরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে আনার পর আরও একজন মারা গেছেন।
শিবচর হাইওয়ে থানার উপ-সহকারী পরিদর্শক (এটিএসআই) মো. মিজানুর রহমান বলেন, ঘাতক পরিবহনটি শনাক্ত করা না গেলেও এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।