ফাইল ছবি
সিলেটের বিশ্বনাথে বাসচাপায় গুরুতর আহত সিএনজিচালিত অটোরিকশা চালক ইজাজুর রহমান (৩৮) মারা গেছেন। আজ সকাল ১০টার দিকে সিলেটের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
এ ঘটনায় আহত হন আরও তিন অটোরিকশা যাত্রী। ঘটনার পর বাস ড্রাইভার-হেলপার পালিয়ে গেলেও পুলিশ বাস আটক করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ (ওসি) রুবেল মিয়া বলেন, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাস আটক আছে।