সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : মাঠের পারফরম্যান্সে যেমন দুর্দান্ত, তেমনই আয়েও শীর্ষে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার বার্ষিক আয় ২৬০ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৩১৫১ কোটি টাকা।
খেলাধুলার আর্থিক বিশ্লেষণমূলক সংবাদমাধ্যম ‘স্পোর্টিকো’ সম্প্রতি ২০২৪ সালের সর্বোচ্চ উপার্জনকারী ১০০ ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করেছে। এতে টানা দ্বিতীয়বারের মতো শীর্ষে জায়গা করে নিয়েছেন রোনালদো।
এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মার্কিন বাস্কেটবল তারকা স্টিফেন কুরি। এছাড়া যথাক্রমে যুক্তরাজ্যের সাবেক বক্সার টাইসন ফুরি, আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও মার্কিন বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস রয়েছেন শীর্ষ পাঁচে।
শীর্ষ দশে আধিপত্য ফুটবলারদের
সর্বোচ্চ আয় করা ১০ জনের তালিকায় পাঁচজনই ফুটবলার। রোনালদো ও মেসি ছাড়াও এই তালিকায় আছেন নেইমার (ষষ্ঠ), করিম বেনজেমা (অষ্টম) ও কিলিয়ান এমবাপে (নবম)।
রোনালদোর আয়ের উৎস
৪০ বছর পূর্ণ করা আল-নাসর তারকা রোনালদো গত বছর প্রায় ৩১৫১ কোটি টাকা আয় করেছেন। এর মধ্যে— সৌদি ক্লাব আল-নাসর থেকে বেতন বাবদ: ২১৫ মিলিয়ন ডলার
স্পনসর প্রতিষ্ঠান থেকে আয়: ৪৫ মিলিয়ন ডলার।
সর্বোচ্চ আয়কারী ১০ ক্রীড়াবিদ
স্থান | নাম | খেলা | বার্ষিক আয় (মিলিয়ন ডলার) |
---|---|---|---|
১ | ক্রিশ্চিয়ানো রোনালদো | ফুটবল | ২৬০ |
২ | স্টিফেন কুরি | বাস্কেটবল | ১৫৩.৮ |
৩ | টাইসন ফুরি | বক্সিং | ১৪৭ |
৪ | লিওনেল মেসি | ফুটবল | ১৩৫ |
৫ | লেব্রন জেমস | বাস্কেটবল | ১৩৩.২ |
৬ | নেইমার জুনিয়র | ফুটবল | ১৩৩ |
৭ | ওলেকসান্ডার উসাইক | বক্সিং | ১২২ |
৮ | করিম বেনজেমা | ফুটবল | ১১৬ |
৯ | কিলিয়ান এমবাপে | ফুটবল | ১১০ |
১০ | জন রাম | গল্ফ | ১০৫.৮ |
বয়সের দিক থেকে শীর্ষ দশের অবস্থা
শীর্ষ দশে থাকা অ্যাথলেটদের মধ্যে মাত্র তিনজনের বয়স ৩৫ বছরের নিচে— নেইমার (৩৩), এমবাপে (২৬) ও জন রাম (৩০)।
বিশ্লেষকরা বলছেন, ফুটবল তারকাদের বেতন ও স্পনসর চুক্তির বিপুল পরিমাণ অর্থই তাদের শীর্ষস্থানে রাখছে। তথ্যসূত্র: স্পোর্টিকো