নিহত জয়নুদ্দিনের দুই স্ত্রী। প্রথম স্ত্রীর সন্তান আব্দুল মতিন ও দ্বিতীয় স্ত্রীর সন্তান শাকিবকে তিন কাঠা জমি লিখে দেন। কিন্তু ওই জমির দাগ নম্বর ভুল হওয়ায় তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে আজ ভোরে জয়নুদ্দিনকে দা দিয়ে কোপ দেন ছেলে মতিন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ছেলে আ. মতিন। নিহত জয়নুদ্দিন ওই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত জয়নুদ্দিনের দুই স্ত্রী। তিনি তার প্রথম স্ত্রীর সন্তান আ. মতিন ও দ্বিতীয় স্ত্রীর সন্তান শাকিবকে তিন কাঠা জমি লিখে দেন। ওই জমির দাগ নম্বর ভুল হওয়ায় তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার ভোরে জয়নুদ্দিন ধানক্ষেতে পানি দিচ্ছিলেন। এ সময় আ. মতিন পেছন থেকে দা দিয়ে কোপ দিয়ে হত্যা করে পালিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন।
তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।